Worst Indian Street Food: ফুচকা থেকে দই বড়া—সবচেয়ে নিকৃষ্ট মানের ভারতীয় স্ট্রিট ফুড কোনগুলো?
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 22, 2023 | 3:14 PM
Worst-rated Indian Street Food: সম্প্রতি TasteAtlas নামের একটি অনলাইন ফুড ও ট্রাভেল গাইড থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে প্রকাশ করা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট মানের ভারতীয় স্ট্রিট ফুড বা খাবার। সেগুলো কী-কী, চলুন দেখে নেওয়া যাক...
1 / 8
সন্ধেবেলা মুখরোচক খাবারের সন্ধানে থাকেন? ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, দই বড়া খেতে পছন্দ করেন? হতে পারে এগুলো ভারতের সবচেয়ে খারাপ খাবার।
2 / 8
সম্প্রতি TasteAtlas নামের একটি অনলাইন ফুড ও ট্রাভেল গাইড থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে প্রকাশ করা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট মানের ভারতীয় স্ট্রিট ফুড বা খাবার। সেগুলো কী-কী, চলুন দেখে নেওয়া যাক...
3 / 8
ভারতের স্ট্রিট ফুড বিশ্ব বিখ্যাত। কিন্তু তাতেও খারাপ রেটিংয়ে তালিকায় রয়েছে ফুচকা, পাপড়ি চাটের মতো খাবার। ভারতের কোন-কোন স্ট্রিট ফুড বা খাবার পেয়েছে সবচেয়ে খারাপ রেটিং, রইল তালিকা।
4 / 8
কোথাও ফুচকা তো, কোথাও পানিপুরি, আবার কোথাও গোলগাপ্পা। নাম যা-ই হোক, এই স্টিট ফুড ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু TasteAtlas-এর করা ভারতীয় স্ট্রিট ফুডের তালিকায় সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে ফুচকা।
5 / 8
একইভাবে, স্ট্রিট ফুডের তালিকায় সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে পাপড়ি চাটও। দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি এই স্ট্রিট ফুড পাওয়া যায়। কিন্তু রেটিং মোটেও ভাল নয়। সবচেয়ে খারাপ স্ট্রিট ফুড রেটিং তালিকায় ৮ নং-এ রয়েছে পাপড়ি চাট।
6 / 8
মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড বম্বে স্যান্ডউইচ। আইকনিক খাবার বলা হয় বম্বে স্যান্ডউইচকে। কিন্তু এই খাবার নাকি সবচেয়ে খারাপ স্ট্রিট ফুড রেটিং তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে। তার সঙ্গে রয়েছে সেভ।
7 / 8
মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খাবার দাবেলি। সেটাও রয়েছে সবচেয়ে খারাপ স্ট্রিট ফুড রেটিং তালিকায় তৃতীয় নম্বরে। রয়েছে সেভের মতো খাবারও। এখানেই শেষ নয়। ডিম ভুর্জির মতো খাবারও রয়েছে এই তালিকায়।
8 / 8
দই বড়া, সাবুদানার বড়াও ভারতের সবচেয়ে খারাপ স্ট্রিট ফুড। এমনই রেটিং পেয়েছে ভারতীয়দের এই দুই প্রিয় খাবার। এছাড়া পাঞ্জাবের জনপ্রিয় খাবার কপির পরোটাও সবচেয়ে খারাপ স্ট্রিট ফুডের রেটিং পেয়েছে। এছাড়া মাইসোর বন্দা বা বড়াও রয়েছে এই তালিকায়।