TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 22, 2023 | 8:53 PM
বাড়ি থেকে যতই সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন রোদ থেকে ফিরলে ত্বকে একরকম দাগ-ছোপ পড়ে যায়। আর এই কালো দাগ তুলতে প্রচুর মেহনত করতে হয়।
আজকাল পরিবেশ দূষণ এতটাই বেড়েছে যে তার জন্য শরীর, ত্বকের প্রচুর ক্ষতি হচ্ছে। সঙ্গে অতিবেগুনি রশ্মির প্রভাব তো আছেই।
সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে খুব ভাল করে মুখ ধুতেই হবে। নইলে বার বার ফেসিয়াল, ডি-ট্যান ফেসিয়াল এসব করে কোনও লাভ নেই। ত্বক অনেক বেশি কুঁচকে যাবে, কমবে মুখের জেল্লাও।
এসব থেকে বাঁচতে বাড়িতেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং পদ্ধতি মেনে এভাবে ত্বকের পরিচর্যা করলে ত্বক ভাল থাকবে, দাগ-ছোপ আর থাকবে না।
তিন থেকে চার চামচ ঠান্ডা কাঁচা দুধ নিয়ে ওর মধ্যে কস্তূরী হলুদ মিশিয়ে নিতে হবে। এবার তুলো ভিজিয়ে মুখে তা ভাল করে লাগিয়ে নিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
এবার বেসন, রোজ পাউডার, চন্দন, কস্তূরী হলুদ শুকনো অবস্থাতে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কাঁচা দুধ দিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। সপ্তাহে একদিন করে এই প্যাক লাগিয়ে নিন।
মুখে এই প্যাক ১৫ মিনিট লাগিয়ে রেখে শুকনো করতে হবে। খুব ভাল করে শুকিয়ে গেলে তবেই জল দিয়ে ধুয়ে নেবেন। এবার মুখ একদম শুকনো করে মুছে নিন।
শুকনো মুখে নাইট ক্রিম লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে। এতে মুখের জেল্লা ফিরবে। রাতে এই ফেসিয়াল করলে ত্বক মেরামতের জন্য একটা সময় পাবে। ত্বকে দাগ-ছোপ কোনও কিছু থাকবে না।