East Bengal: নানা অনুষ্ঠানে ইস্টবেঙ্গলে পালিত হল ক্রীড়া দিবস

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 13, 2023 | 6:16 PM

East Bengal Club News: প্রতি বছরের মতো ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক দাসের (পল্টু) জন্ম বার্ষিকীতে পালিত হল স্পোর্টস ডে। রক্তদান শিবির থেকে শুরু করে নানা অনুষ্ঠান হয় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

1 / 6
ইস্টবেঙ্গল ক্লাবে এখন আনন্দের মরসুম। এক দিন আগেই ডার্বি জিতেছে লাল হলুদ। ১৬৫৭ দিন পর ডার্বি জয়ের উচ্ছ্বাসে ভাসছেন লাল হলুদ সমর্থকরা। (ছবি: ইস্টবেঙ্গল)

ইস্টবেঙ্গল ক্লাবে এখন আনন্দের মরসুম। এক দিন আগেই ডার্বি জিতেছে লাল হলুদ। ১৬৫৭ দিন পর ডার্বি জয়ের উচ্ছ্বাসে ভাসছেন লাল হলুদ সমর্থকরা। (ছবি: ইস্টবেঙ্গল)

2 / 6
আজ ১৩ অগস্ট। ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৪ তম জন্মদিবস। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় ‘স্পোর্টস ডে’। (ছবি: ইস্টবেঙ্গল)

আজ ১৩ অগস্ট। ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৪ তম জন্মদিবস। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় ‘স্পোর্টস ডে’। (ছবি: ইস্টবেঙ্গল)

3 / 6
সকালে ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, রিজার্ভ টিমের খেলোয়াড়রা দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বোলন করেন। ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরাও। (ছবি: ইস্টবেঙ্গল)

সকালে ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, রিজার্ভ টিমের খেলোয়াড়রা দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বোলন করেন। ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরাও। (ছবি: ইস্টবেঙ্গল)

4 / 6
বিশেষ দিনে ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়। উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসকরা। সেখানেও ক্লাবের সভ্য সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। (ছবি: ইস্টবেঙ্গল)

বিশেষ দিনে ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়। উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসকরা। সেখানেও ক্লাবের সভ্য সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। (ছবি: ইস্টবেঙ্গল)

5 / 6
লাল-হলুদের প্রচুর সমর্থক শিবিরে রক্ত দেন। প্রতি বছরই প্রয়াত সচিবের জন্মদিবস এ ভাবেই পাল করা হয়ে থাকে ইস্টবেঙ্গলে। (ছবি: ইস্টবেঙ্গল)

লাল-হলুদের প্রচুর সমর্থক শিবিরে রক্ত দেন। প্রতি বছরই প্রয়াত সচিবের জন্মদিবস এ ভাবেই পাল করা হয়ে থাকে ইস্টবেঙ্গলে। (ছবি: ইস্টবেঙ্গল)

6 / 6
বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আই.এফ.এ.পরিচালিত পঞ্চম ডিভিশনের বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ফুটবল অ্যাকাডেমিকে ফুটবল তুলে দেওয়া হয়। (ছবি: ইস্টবেঙ্গল)

বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আই.এফ.এ.পরিচালিত পঞ্চম ডিভিশনের বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ফুটবল অ্যাকাডেমিকে ফুটবল তুলে দেওয়া হয়। (ছবি: ইস্টবেঙ্গল)

Next Photo Gallery