Upcoming Smartphones: চলতি মাসেই বাজারে এন্ট্রি হবে এই 6 স্মার্টফোনের, তালিকায় সামিল Samsung থেকে Poco

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 05, 2023 | 2:37 PM

Best Upcoming Mobile in April: Samsung Galaxy, Poco, Vivo-এর মতো কোম্পানি তাদের নতুন ডিভাইস বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যারা এই এপ্রিল মাসে একটি নতুন ফোন কিনতে চান, তাদের জন্য এই মাসটি সেরা হতে চলেছে।

1 / 8
সারা বছর ধরেই কোনও না কোনও নতুন ফোন উপহার দিতে বাজারে আনে মোবাইল কোম্পানিগুলি। আর সেই মতোই এই চলতি মাসেও অনেকগুলি ফোন বাজারে আসতে চলেছে। যারা এই এপ্রিল মাসে একটি নতুন ফোন কিনতে চান, তাদের জন্য এই মাসটি সেরা হতে চলেছে।

সারা বছর ধরেই কোনও না কোনও নতুন ফোন উপহার দিতে বাজারে আনে মোবাইল কোম্পানিগুলি। আর সেই মতোই এই চলতি মাসেও অনেকগুলি ফোন বাজারে আসতে চলেছে। যারা এই এপ্রিল মাসে একটি নতুন ফোন কিনতে চান, তাদের জন্য এই মাসটি সেরা হতে চলেছে।

2 / 8
Vivo V27 সিরিজ থেকে শুরু করে Redmi Note 12 4G এবং Redmi 12C এই দুর্দান্ত সব ফোনগুলি মার্চে লঞ্চ করা হয়েছে। তাই এমনটা বলা যেতেই পারে চলতি বছরের মার্চ মাসেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে এসেছে। তবে এবার Samsung Galaxy, Poco, Vivo-এর মতো কোম্পানি তাদের নতুন ডিভাইস বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

Vivo V27 সিরিজ থেকে শুরু করে Redmi Note 12 4G এবং Redmi 12C এই দুর্দান্ত সব ফোনগুলি মার্চে লঞ্চ করা হয়েছে। তাই এমনটা বলা যেতেই পারে চলতি বছরের মার্চ মাসেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে এসেছে। তবে এবার Samsung Galaxy, Poco, Vivo-এর মতো কোম্পানি তাদের নতুন ডিভাইস বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

3 / 8
Samsung Galaxy M54 5G:  ইলেকট্রনিক কোম্পানি Samsung Galaxy একটি নতুন ডিভাইস Samsung Galaxy M54 5G আনতে পারে।ফোনটি Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে। ফোনটি Octa-core x 5G প্রসেসর সহ আনা হবে। এছাড়াও ফোনে 6,000mAh বড় ব্যাটারি, 6.7" ফুল HD + 120Hz ডিসপ্লে পাওয়া যাবে।

Samsung Galaxy M54 5G: ইলেকট্রনিক কোম্পানি Samsung Galaxy একটি নতুন ডিভাইস Samsung Galaxy M54 5G আনতে পারে।ফোনটি Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে। ফোনটি Octa-core x 5G প্রসেসর সহ আনা হবে। এছাড়াও ফোনে 6,000mAh বড় ব্যাটারি, 6.7" ফুল HD + 120Hz ডিসপ্লে পাওয়া যাবে।

4 / 8
Vivo T2 5G:  Vivo T2 5G সিরিজের টিজার Flipkart-এ দেখা গিয়েছে। তবে কোম্পানি এখনও নতুন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন শেয়ার করেনি। চলতি এপ্রিলের মাঝামাঝি নতুন সিরিজটি চালু হতে পারে।

Vivo T2 5G: Vivo T2 5G সিরিজের টিজার Flipkart-এ দেখা গিয়েছে। তবে কোম্পানি এখনও নতুন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন শেয়ার করেনি। চলতি এপ্রিলের মাঝামাঝি নতুন সিরিজটি চালু হতে পারে।

5 / 8
 vivo X90 সিরিজ:  Vivo চলতি মাসে ভারতে Vivo X90 সিরিজও লঞ্চ করতে পারে। কোম্পানি বিশ্বব্যাপী X90 এবং X90 Pro লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলিতে MediaTek Dimensity 9200 এবং Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে ফোনগুলির Vivo-র অন্য সব সিরিজের তুলনায় বেশি হবে।

vivo X90 সিরিজ: Vivo চলতি মাসে ভারতে Vivo X90 সিরিজও লঞ্চ করতে পারে। কোম্পানি বিশ্বব্যাপী X90 এবং X90 Pro লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলিতে MediaTek Dimensity 9200 এবং Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে ফোনগুলির Vivo-র অন্য সব সিরিজের তুলনায় বেশি হবে।

6 / 8
Asus ROG Phone 7:  কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি আসুসও চলতি মাসে উপহার দিতে চলেছে নতুন ফোন। 13 এপ্রিল কোম্পানি Asus ROG Phone 7 লঞ্চ করতে চলেছে। ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে আনা যেতে পারে। এছাড়াও, এই ফোনটি 6,000mAh এর একটি বড় ব্যাটারি সহ আসতে পারে।

Asus ROG Phone 7: কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি আসুসও চলতি মাসে উপহার দিতে চলেছে নতুন ফোন। 13 এপ্রিল কোম্পানি Asus ROG Phone 7 লঞ্চ করতে চলেছে। ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে আনা যেতে পারে। এছাড়াও, এই ফোনটি 6,000mAh এর একটি বড় ব্যাটারি সহ আসতে পারে।

7 / 8
Poco F5:  ইলেক্ট্রনিক কোম্পানি Pocoও এই মাসে তার ভারতীয় গ্রাহকদের একটি নতুন ফোন উপহার দিতে পারে। এর F সিরিজকে এগিয়ে নিয়ে কোম্পানি একটি নতুন ডিভাইস Poco F5 আনতে পারে। এই ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আনা যেতে পারে।

Poco F5: ইলেক্ট্রনিক কোম্পানি Pocoও এই মাসে তার ভারতীয় গ্রাহকদের একটি নতুন ফোন উপহার দিতে পারে। এর F সিরিজকে এগিয়ে নিয়ে কোম্পানি একটি নতুন ডিভাইস Poco F5 আনতে পারে। এই ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আনা যেতে পারে।

8 / 8
Realme Narzo N55:  এই মাসে ভারতে Realme-এর এই ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি হবে নতুন এন-সিরিজের ব্র্যান্ডের প্রথম মডেল। এখন অবধি Realme Narzo লাইনআপে বেশি কিছু মোবাইল নেই। তবে এবার এতে নতুন একটি মডেল যুক্ত করতে চলেছে কোম্পানি। Realme Narzo N55 লঞ্চ হলে অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে। ফোনটি 4GB, 6GB, এবং 8GB RAM মডেল এবং 64GB/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

Realme Narzo N55: এই মাসে ভারতে Realme-এর এই ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি হবে নতুন এন-সিরিজের ব্র্যান্ডের প্রথম মডেল। এখন অবধি Realme Narzo লাইনআপে বেশি কিছু মোবাইল নেই। তবে এবার এতে নতুন একটি মডেল যুক্ত করতে চলেছে কোম্পানি। Realme Narzo N55 লঞ্চ হলে অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে। ফোনটি 4GB, 6GB, এবং 8GB RAM মডেল এবং 64GB/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

Next Photo Gallery