Sony WH-CH520: ভারতে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Sony, গান শুনুন টানা 50 ঘণ্টা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Apr 12, 2023 | 1:45 PM
Sony WH-CH520 Price: কোথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও কিনে নিতে পারেন। আবার আপনি যদি গান শুনতে ভালবাসেন , তাহলে একটি দুর্দান্ত হাডফোন থাকলে ক্ষতি কী!
1 / 8
বিগত কয়েক বছরে ইয়ারবাড থেকে শুরু করে হেডফোন, সব কিছুরই চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে। একাকিত্বে সময় কাটানোর জন্য একটি ভাল হেডফোন থাকা খুব প্রয়োজন।
2 / 8
শুধু তাই নয়, কোথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও কিনে নিতে পারেন। আবার আপনি যদি গান শুনতে ভালবাসেন , তাহলে একটি দুর্দান্ত হাডফোন থাকলে ক্ষতি কী!
3 / 8
Sony India তার নতুন WH-CH520 হেডফোন লঞ্চ করেছে। এটি বিশেষভাবে সিনেমাটিক সাউন্ড-এর অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। Sony WH-CH520 ওয়্যারলেস হেডফোনে 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
4 / 8
এছাড়াও এতে ঠিকভাবে কল করার জন্য বিশেষ ধরনের কিছু ফিচার দেওয়া হয়েছে। Sony WH-CH520 ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE) ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কলে কথা বলতে কোনও রকম অসুবিধা হবে না বলে কোম্পানির দাবি।
5 / 8
Sony WH-CH520-এর ব্যাটারি লাইফ দুর্দান্ত। noise cancellation-এ 35 ঘন্টা থেকে 50 ঘন্টা পর্যন্ত আপনি গান শুনতে পারবেন। এর সবথেকে ভাল ফিচার হল এই নতুন হেডফোনটি 3 মিনিট চার্জ করলেই 1 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে।
6 / 8
Sony WH-CH520-এ ডুয়াল কানেক্টিভিটিও পাওয়া যায়, তাই আপনি WH-CH520 ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটি একসঙ্গে দু'টি ডিভাইসে কানেক্ট করা যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনও দু'টি ডিভাইস কানেক্ট করে রাখতে পারবেন।
7 / 8
আপনি Headphones Connect অ্যাপের সঙ্গে একটি ইকুয়ালাইজারও পাবেন। এতে EQ কাস্টমাইজ করতে পারেন। অন-ইয়ার হেডফোনগুলিতে প্যাডিং, নরম ইয়ারপ্যাড এবং একটি হালকা ডিজ়াইন সহ বাজারে আনা হয়েছে এই ওয়্যারলেস হেডফোন। এটিতে 360 রিয়েলিটি অডিয়ো রয়েছে।
8 / 8
এবার আসল প্রশ্ন হল এটি কিনবেন কোথা থেকে? আপনি এই নতুন হেডফোনটি সোনির অফিসিয়াল সাইট, www.ShopatSC.com পোর্টাল, নেতৃস্থানীয় ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর দাম রাখা হয়েছে 4,490 টাকা।