Maruti Fronx থেকে MG Comet EV, এপ্রিলের ভারতে লঞ্চের অপেক্ষায় সস্তা-দামি এই সব গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 04, 2023 | 3:56 PM

Cars To Launch In April 2023: শুধুই যে নতুন গাড়ি আনা হবে তা নয়, অনেক জনপ্রিয় গাড়ির আপডেটেড ভার্সনও আনা হবে। অর্থাৎ আপনি যদি আপনার গাড়িটির আপডেটের ভার্সনের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আর মাত্র কয়েকটি দিন।

1 / 8
যারা একটি দুর্দান্ত গাড়ি কিনতে চান, তাদের জন্য় চলতি মাসটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। একের পর এক গাড়ি বাজারে আনতে চলেছে জনপ্রিয় কোম্পানিগুলি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি এপ্রিল মাসে অন্তত পাঁচটি গাড়ি লঞ্চ হতে পারে। তবে কে কাকে টেক্কা দিতে চলেছে, এখন সেটাই দেখার।

যারা একটি দুর্দান্ত গাড়ি কিনতে চান, তাদের জন্য় চলতি মাসটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। একের পর এক গাড়ি বাজারে আনতে চলেছে জনপ্রিয় কোম্পানিগুলি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি এপ্রিল মাসে অন্তত পাঁচটি গাড়ি লঞ্চ হতে পারে। তবে কে কাকে টেক্কা দিতে চলেছে, এখন সেটাই দেখার।

2 / 8
2023 সালের এপ্রিলে যে গাড়িগুলি লঞ্চ করছে, তাদের তালিকায় রয়েছে Maruti Suzuki Fronx, MG Comet EV, Lamborghini Urus S থেকে শুরু করে আরও কয়েকটি গাড়ি।

2023 সালের এপ্রিলে যে গাড়িগুলি লঞ্চ করছে, তাদের তালিকায় রয়েছে Maruti Suzuki Fronx, MG Comet EV, Lamborghini Urus S থেকে শুরু করে আরও কয়েকটি গাড়ি।

3 / 8
শুধুই যে নতুন গাড়ি আনা হবে তা নয়, অনেক জনপ্রিয় গাড়ির আপডেটেড ভার্সনও আনা হবে। অর্থাৎ আপনি যদি আপনার গাড়িটির আপডেটের ভার্সনের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আর মাত্র কয়েকটি দিন। চলতি মাসেই কিনে ফেলতে পারবেন নতুন ভার্সনটি।

শুধুই যে নতুন গাড়ি আনা হবে তা নয়, অনেক জনপ্রিয় গাড়ির আপডেটেড ভার্সনও আনা হবে। অর্থাৎ আপনি যদি আপনার গাড়িটির আপডেটের ভার্সনের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আর মাত্র কয়েকটি দিন। চলতি মাসেই কিনে ফেলতে পারবেন নতুন ভার্সনটি।

4 / 8
Maruti Suzuki Fronx: চলতি এপ্রিল মাসে Fronx লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে দেশের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি মারুতি। কোম্পানি বিশেষভাবে তরুণদের জন্য এই SUV ডিজাইন করেছে । চলতি বছরের জানুয়ারিতে অটো এক্সপোর সময় এটি এক ঝলক দেখানো হয়েছিল। তথ্য অনুযায়ী, কোম্পানিটি এখনও পর্যন্ত এই গাড়িটির জন্য প্রায় 16500 হাজার বুকিং পেয়েছে।

Maruti Suzuki Fronx: চলতি এপ্রিল মাসে Fronx লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে দেশের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি মারুতি। কোম্পানি বিশেষভাবে তরুণদের জন্য এই SUV ডিজাইন করেছে । চলতি বছরের জানুয়ারিতে অটো এক্সপোর সময় এটি এক ঝলক দেখানো হয়েছিল। তথ্য অনুযায়ী, কোম্পানিটি এখনও পর্যন্ত এই গাড়িটির জন্য প্রায় 16500 হাজার বুকিং পেয়েছে।

5 / 8
MG Comet EV: ব্রিটিশ গাড়ি কোম্পানি MG Motors-এর সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি MG Comet EVও লঞ্চ হতে পারে চলতি মাসে। মিডিয়া রিপোর্ট অনুসারে, পরীক্ষার সময় এটি ভারতীয় রাস্তায় বহুবার দেখা গিয়েছে। সংস্থাটি এটিকে অনেক এশিয়ান দেশে Wuling Air নামে বিক্রি শুরু করেছে। তবে ভারতে এটি Comet মানেই আসতে চলেছে। দুই দরজার এই ইলেকট্রিক হ্যাচব্যাকের দামও হতে পারে প্রায় দশ লাখ টাকা।

MG Comet EV: ব্রিটিশ গাড়ি কোম্পানি MG Motors-এর সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি MG Comet EVও লঞ্চ হতে পারে চলতি মাসে। মিডিয়া রিপোর্ট অনুসারে, পরীক্ষার সময় এটি ভারতীয় রাস্তায় বহুবার দেখা গিয়েছে। সংস্থাটি এটিকে অনেক এশিয়ান দেশে Wuling Air নামে বিক্রি শুরু করেছে। তবে ভারতে এটি Comet মানেই আসতে চলেছে। দুই দরজার এই ইলেকট্রিক হ্যাচব্যাকের দামও হতে পারে প্রায় দশ লাখ টাকা।

6 / 8
Citroen C3 Aircross: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফরাসি গাড়ি কোম্পানি Citroen এই মাসে C3 aircross ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এটি 27 এপ্রিল চালু হবে বলে আশা করা হচ্ছে। এতেতে একটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিনও দেওয়া হতে পারে।

Citroen C3 Aircross: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফরাসি গাড়ি কোম্পানি Citroen এই মাসে C3 aircross ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এটি 27 এপ্রিল চালু হবে বলে আশা করা হচ্ছে। এতেতে একটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিনও দেওয়া হতে পারে।

7 / 8
Mercedes-AMG GT 63 S E Performance: একটি নতুন মার্সিডিজও চলতি মাসে লঞ্চ হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, AMG GT 63 S E Performance মার্সিডিজ লঞ্চ করতে পারে। এটি কোম্পানির প্রথম হাইব্রিড AMG হবে এবং এটি অন্য সব মার্সিডিজের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এতে কোম্পানির পক্ষ থেকে চার লিটারের টার্বোচার্জড ইঞ্জিন দেওয়া যেতে পারে। এমনকি এই নতুন মার্সিডিজ-এ বৈদ্যুতিক মোটর দেওয়া হবে।

Mercedes-AMG GT 63 S E Performance: একটি নতুন মার্সিডিজও চলতি মাসে লঞ্চ হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, AMG GT 63 S E Performance মার্সিডিজ লঞ্চ করতে পারে। এটি কোম্পানির প্রথম হাইব্রিড AMG হবে এবং এটি অন্য সব মার্সিডিজের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এতে কোম্পানির পক্ষ থেকে চার লিটারের টার্বোচার্জড ইঞ্জিন দেওয়া যেতে পারে। এমনকি এই নতুন মার্সিডিজ-এ বৈদ্যুতিক মোটর দেওয়া হবে।

8 / 8
Lamborghini Urus S: চলতি এপ্রিলেই Lamborghini Urus S লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। খবর অনুযায়ী, এটি Urus-এর নতুন ভার্সন হিসেবে ভারতের বাজারে আনা হবে। বর্তমানে এটি ভারত ছাড়া অন্য অনেক দেশে চলে। তথ্য অনুযায়ী, এতে চার লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে।

Lamborghini Urus S: চলতি এপ্রিলেই Lamborghini Urus S লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। খবর অনুযায়ী, এটি Urus-এর নতুন ভার্সন হিসেবে ভারতের বাজারে আনা হবে। বর্তমানে এটি ভারত ছাড়া অন্য অনেক দেশে চলে। তথ্য অনুযায়ী, এতে চার লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে।

Next Photo Gallery