TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 20, 2023 | 6:04 PM
হিন্দি ছবির দুনিয়াকে বলে বলিউড, ঠিক তেমনই পাকিস্তানের ছবিকে বলা হয় ললিউড। জানেন কি বলিপাড়ার এই দশ তারকা জীবনের কোনও না কোনও সময় অভিনয় করেছেন পাকিস্তানি ছবিতে। কেউ আবার সেখান থেকেই শুরু করেছেন কেরিয়ার। কারা তাঁরা? এক ঝলকে দেখে নেওয়া যাক।
দু'দুটি পাকিস্তানি ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। সেই দু'টি ছবি হল 'খুদা কে লিয়ে', যে ছবিতে ছিলেন ফাওয়াদ খান, এ ছাড়াও ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জিন্দা ভাগ'।
কিরণ খেরও এক পাকিস্তানি ছবিতে অভিনয় করেছেন। ছবিটির নাম 'খামোশ পানি'। ওই ছবিতে অভিনয়ের পর ওই দেশে বেশ পরিচিতি বাড়ে তাঁর। বেশ কিছু পুরস্কারও আসে ঝুলিতে। এর মধ্যে রয়েছে লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার।
২০১৪ সালে 'সুলতানাত' ছবিতে অভিনয় করেছিলেন শ্বেতা তিওয়ারি। ওই ছবিতে অভিনয়ের পর পাকিস্তানে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
সবাইকে হাসান জনি লিভার। পাকিস্তানি ছবি 'লাভ মেন ঘুম' ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিম শর্মাকে চেনেন? যাকে বলিউডের 'ওয়ান ফিল্ম ওয়াণ্ডার' বলা হয়। কেরিয়ারে একমাত্র তাঁর 'মহব্বতে' ছবিই সুপার হিট। তিনিও অভিনয় করেছেন ললিউডে। তাঁর অভিনীত ছবির নাম 'গডফাদার'
মালাইকা অরোরার বোন অমৃতা অরোরা-- বলিউডে খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। তাতে কী? পাকিস্তানি ছবিতে কিন্তু দেখা গিয়েছে তাঁকে। ছবির নাম 'গডফাদার'। ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আরবাজ খানকেও
পাকিস্তানেই কেরিয়ার শুরু নেহা ধুপিয়ার। পাকিস্তানি ছবি 'কভি প্যায়ার না করনা'তে দেখা গিয়েছিল তাঁকে। ওই ছবিতে দেখা গিয়েছিল বীণা মালিককেও।