WhatsApp Features 2022: ভোট দান থেকে 32 জনকে নিয়ে ভয়েস-ভিডিয়ো কল, 2022-এ সেরার সেরা WhatsApp ফিচার
Sayantan Mukherjee |
Dec 22, 2022 | 4:35 PM
Year Ender 2022: চলতি বছরে WhatsApp একগুচ্ছ ফিচার রোল আউট করেছে। তার মধ্যে এমন 11 ফিচার রয়েছে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছর ঘোরার আগেই সেই সব হোয়াটসঅ্যাপ ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
1 / 12
মেসেজ রিঅ্যাকশনস - চলতি বছরে WhatsApp যে সব নতুন ফিচার নিয়ে এসেছে, তার মধ্যে অন্যতম হল মেসেজ রিঅ্যাকশনস। এই ফিচারটি এর আগে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও ছিল। কী হয় এর মাধ্যমে? এই মেসেজ রিঅ্যাকশন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যে কোনও মেসেজেই ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারেন। সেই প্রতিক্রিয়া জানানোর জন্য হোয়াটসঅ্যাপে ইমোজির বিপুল সম্ভারও রয়েছে।
2 / 12
অবতার - বিগত কিছু বছর ধরেই হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা অবতার নিয়ে কাজ করছে। সংস্থার বৃহত্তর মেটাভার্স কনসেপ্টের অঙ্গ এটি। অবতার বৈশিষ্ট্যটি প্রথমে ফেসবুকে এলেও সম্প্রতি তা হোয়াটসঅ্যাপেও যোগ করা হয়েছে। অবতার আসলে আপনারই ডিজিটাল ভার্সন, যা আপনি WhatsApp-এর প্রোফাইল পিকচার হিসেবে সেট করে রাখতে পারেন। আবার স্টিকার হিসেবে অন্যদের সঙ্গে ইন্টার্যাক্ট করার জন্যও শেয়ার করতে পারেন।
3 / 12
কমিউনিটি - 2022 সালে WhatsApp যে সব ফিচার নিয়ে হাজির হয়েছে, তাদের মধ্যে অন্যতম হল কমিউনিটি। হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভিতরে একই ইন্টারেস্টের একাধিক গ্রুপ থাকতে পারে। যেমন, একজন অভিভাবক তাঁর সন্তানের স্কুলের একাধিক গ্রুপকে একটি কমিউনিটির ছাতার তলনায় আনতে পারেন। আর সেই কমিউনিটির দায়িত্ব থাকে অ্যাডমিনের উপরে।
4 / 12
নিজেকে মেসেজ করার ক্ষমতা - এ বছর WhatsApp আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করেছে, যার নাম Message Yourself। এটি আসলে একটি নোট-টু-সেল্ফ গোছের ফিচার। অর্থাৎ, আপনি নিজের সঙ্গেই চ্যাট করতে পারবেন। নিজেকে কোনও জরুরি লিঙ্ক বা নোটস পাঠাতে হলেও তা পারবেন।
5 / 12
ইন-চ্যাট পোল - WhatsApp তার ব্যবহারকারীদের জন্য একটি নির্দিষ্ট বিষয়ে সংখ্যাগরিষ্ঠতা আদায়ে ভোট প্রদানের প্রক্রিয়াও চালু করেছে। ফিচারের নাম ইন-চ্যাট পোল, যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোনও টপিকে একটা প্রশ্ন রেখে, তাতে গ্রুপের বা ব্যক্তিগত চ্যাট থেকে তাঁর বা তাঁদের মতামত জানতে পারেন। খুব সহজে আপনি একটা পোল ক্রিয়েট করবেন, তাতে অনেক অপশন থাকবে এবং সেখান থেকে মানুষ নিজেদের পছন্দ নির্বাচন করবেন।
6 / 12
অনলাইনে 'লুকিয়ে' থাকা - WhatsApp তার ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতেও বিশেষ ফিচার নিয়ে এসেছে। চলতি বছরেই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এমন একটি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি নির্দিষ্ট লোকজনের থেকে নিজেকে এবং নিজের প্রোফাইল পিকচারটিকে লুকিয়ে রাখতে পারেন। এখানে নিজেকে লুকিয়ে রাখার অর্থ আপনার অনলাইন স্টেটাসটি। অর্থাৎ, আপনিই ঠিক করে নিতে পারবেন কাকে অনলাইন দেখাবেন আর কাকে নয়।
7 / 12
ভিউ ওয়ান্সের জন্য স্ক্রিনশট ব্লক - WhatsApp তার 'View Once' ফিচারটি অনেক আগেই নিয়ে এসেছিল। এর মাধ্যমে কোনও ছবি একবারই দেখা যায়। কিন্তু তার কোনও স্ক্রিনশট তুলে রাখলে? স্ক্রিনশট তুলে রাখলে সেই ভিউ ওয়ান্সের আর অর্থ কী থাকে! তাই হোয়াটসঅ্যাপ সেই ভিউ ওয়ান্স মিডিয়ার জন্য স্ক্রিনশট নেওয়ার অপশনটি ব্লক করে দিয়েছে। অর্থাৎ কেউ ভিউ ওয়ান্স ফিচারে কোনও ছবি দেখলে, তার স্ক্রিনশট আর নিতে পারেন না।
8 / 12
চুপিসাড়ে গ্রুপ ত্যাগ - WhatsApp গ্রুপে যোগ দেওয়া যেমন আনন্দের বিষয়। তেমনই আবার কোনও কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করতে অনেকেরই মন খারাপ হয়। তার থেকেও বড় কথা, সেই গ্রুপ ত্যাগ করার পর অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়াটাও অনেক সময় বিরক্তিকর ঠেকতে পারে। এই সব কিছু মাথায় রেখে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের যে কোনও গ্রুপ ত্যাগ করার বিষয়টা Silent করে দিয়েছে। এখন যে কেউ চুপচাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পারেন, অন্যান্য সদস্যরা তার টের পাবেন না।
9 / 12
কল লিঙ্ক - চলতি বছরেই WhatsApp কল লিঙ্ক নামক একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল। জ়ুমে যেমন ভিডিয়ো বা ভয়েস কলে অন্যান্য পার্টিসিপ্যান্টদের যোগ দেওয়ানোর জন্য একটি লিঙ্ক পাঠানোর ব্যবস্থা রয়েছে। ঠিক তেমনই একটা ফিচার হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে, যার মাধ্যমে লিঙ্ক ক্রিয়েট করে ভয়েস বা ভিডিয়ো কলে ইচ্ছুক ব্যবহারকারীদের কাছে পাঠানো যায়।
10 / 12
কম্প্যানিয়ন মোড - 2022 সালে লঞ্চ হওয়া হোয়াটসঅ্যাপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফিচার। কম্প্যানিয়ন মোডের মাধ্যমে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ভিন্ন ডিভাইসে ব্যবহার করতে পারেন।
11 / 12
32 জনকে সঙ্গে নিয়ে ভয়েস-ভিডিয়ো কল - একটা সময় ছিল যখন হোয়াটসঅ্যাপে গুটিকয়েক মানুষকে নিয়েই ভয়েস বা ভিডিয়ো কল করা যেত। তবে চলতি বছরে সেই ব্যবস্থার অনেকটাই পরিবর্তন করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এখন হোয়াটসঅ্যাপে 32 জনকে সঙ্গে নিয়ে একটা ভিডিয়ো বা ভয়েস কল করা যেতে পারে।
12 / 12
অ্যাডমিন কন্ট্রোল - এখন WhatsApp-এ গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও বেশি কন্ট্রোল দেওয়া হয়েছে। এত দিন পর্যন্ত যা ছিল না, এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা গ্রুপের যে কোনও সদস্যের মেসেজ সকলের জন্য ডিলিট করতে পারেন।