Raksha Bandhan 2023: সামনেই রাখী পূর্ণিমা! ভাইয়ের হাতে রাখী বাঁধার সঠিক নিয়ম না জানলে হতে পারে চরম বিপদ

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

May 16, 2024 | 2:30 PM

Hindu Rituals: রাখী বাঁধার আগে রাখির থালা সাজানো হয়। আর এই থালাটিও পুজোর প্লেটের মতো সাজানো হয়। রাখীর পুজোর থালিতে যে যে জিনিস থাকা দরকার, তা আগাম জেনে নেওয়া উচিত।

Raksha Bandhan 2023: সামনেই রাখী পূর্ণিমা! ভাইয়ের হাতে রাখী বাঁধার সঠিক নিয়ম না জানলে হতে পারে চরম বিপদ
ছবিটি প্রতীকী

Follow Us

ভাই-বোনদের বন্ধন এক পবিত্র বন্ধন। উভয়ের ভালোবাসার পবিত্র উত্‍সবই হল রাখী পূর্ণিমা বা রক্ষাবন্ধন উত্‍সব। এই উত্‍সব কতটা বাঙালিদের ভাইভোঁটার মতো। সেখানেও ভাইবোনের ভালোবাসাকে সম্মান দিতেই উত্‍সব পালন করা হয়। তবে রাখী পূর্ণিমার দিন বোনেরা ভাইয়ের কব্জিতে রাখী বেঁধে দেন, সব বিপদ থেকে রক্ষা করতে। রাখী বাঁধার আগে রাখির থালা সাজানো হয়। আর এই থালাটিও পুজোর প্লেটের মতো সাজানো হয়। রাখীর পুজোর থালিতে যে যে জিনিস থাকা দরকার, তা আগাম জেনে নেওয়া উচিত। পুজোর থালিতে মোট আটটি জিনিস রাখা উচিত।

রাখীর থালায় লাল সিঁদুর, হলুদ, অক্ষত, ঘিয়ের প্রদীপ, নারকেল, ফুল, রক্ষাসূত্র বা রাখী ও মিষ্টি রাখতেই হবে। এই সমস্ত উপকরণ একটি সুন্দর ও পরিষ্কার প্লেটে সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত। প্রথমে পুজোর থালায় লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক বা আট পদ্মের প্রতীক তৈরি করুন। এরপর একটি লাল রঙের কাপড়ও বিছিয়ে দেওয়া উচিত। তারপর এই উপকরণগুলো ওই প্লেটে রাখা উচিত।

কীভাবে রাখী বাঁধবেন

রাখীর জন্য পুজোর থালা থেকে প্রথমে বোনেরা হলুদ ও লাল রঙের তিলক ভাইয়ের কপালে এঁকে দিন। এর উপরেই অক্ষতভাবে চাল প্রয়োগ করুন। বাঙালিদের ঘরে এই রীতি প্রচলন না থাকলেও, অনেকে এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। তারপর রক্ষা সূত্র বা রাখী বেঁধে ভাইয়ের আরতি করুন। এরপর বোনেরা ভাইকে নিজের হাতে করে মিষ্টি খাওয়াতে হবে। এর পরিবর্তে ভাইদেরও উচিত কিছু উপহার বা নগদ অর্থ বোনদের উপহার হিসেবে দেওয়া। ধর্মীয় বিশ্বাস, এইভাবে রাখী পূর্ণিমায় রীতি মেনে চললে ভাইয়েরা দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ পেয়ে থাকেন।

Next Article