Tulsi Upay: তুলসী গাছের এই অংশ আলমারিতে রাখলেই খুলে যাবে অর্থভাগ্য! আয় বাড়বে তরতরিয়ে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 23, 2023 | 9:30 AM

Tulsi Plant: হিন্দুধর্মে, তুলসী ব্যতীত কোনও পূজা সম্পূর্ণ বলে মনে করা হয় না। অন্যদিকে ঘরে তুলসী গাছ থাকে, ঘরে কখনও নেতিবাচকতা থাকে না। ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে তুলসীর ভূমিকা সবচেয়ে বেশি।

Tulsi Upay: তুলসী গাছের এই অংশ আলমারিতে রাখলেই খুলে যাবে অর্থভাগ্য! আয় বাড়বে তরতরিয়ে

Follow Us

আয়ুর্বেদ শাস্ত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি জ্যোতিষচর্চাতেও তুলসীর অবদান অপরিসীম। সুস্বাস্থ্য বজায় রাখা ছাড়াও, তুলসী গাছ ঘরের পরিবেশকে বিশুদ্ধ করতেও সাহায্য করে। হিন্দুধর্ম মতে, তুলসী গাছ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এছাড়াও এই গাছটি ভগবান বিষ্ণুর কাছে প্রিয়, তাই সত্যনারায়ণ কথা বা যেকোনও ধরনের পুজোর প্রসাদে তুলসী ব্যবহার করা হয়, যা তা পূরণ করে। হিন্দুধর্মে, তুলসী ব্যতীত কোনও পূজা সম্পূর্ণ বলে মনে করা হয় না। অন্যদিকে ঘরে তুলসী গাছ থাকে, ঘরে কখনও নেতিবাচকতা থাকে না। ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে তুলসীর ভূমিকা সবচেয়ে বেশি। তুলসীর প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ। তেমনি তুলসী মঞ্জরিও দূর করতে পারে জীবনের অনেক সমস্যা, জেনে নিন কীভাবে করবেন, তা জেনে নিন…

আর্থিক সঙ্কট

বাড়িতে তুলসী গাছের কাণ্ড ভেঙে পূজার সময় মন্দিরে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন, এতে তার আশীর্বাদ ব্যক্তির উপর থাকবে। এছাড়াও, আপনাকে কখনই আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না।

ভোলেনাথের কৃপা

ভগবান ভোলেনাথকে কখনওই তুলসী পাতা অর্পণ করবেন না,  তবে শিবলিঙ্গে তাঁর মঞ্জরি নিবেদন করতে পারেন। এর মাধ্যমে যে কারওর আটকে থাকা টাকা  হাতে আসতে পারে। পাশাপাশি আয়ও বাড়বে।

মঞ্জরী রাখুন নিজের আলমারিতে

যদি কোনও ব্যক্তি ঘরে সর্বদা আশীর্বাদ রাখতে চান তবে তার লকারে একটি লাল কাপড়ে তুলসী মঞ্জরী বেঁধে রাখা উচিত। এর ফলে আপনাকে কখনওই আর্থিক সংকটে পড়তে হবে না।

গঙ্গার জলে তুলসী মঞ্জরি মেশান

গঙ্গার জলে তুলসী গাছের পাতা মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখলে অর্থনৈতিক লাভ হয়। হিন্দুধর্মে, তুলসীর মঞ্জরী এবং গঙ্গার জল উভয়ই পবিত্র বলে বিবেচিত হয়। এতে শুধুমাত্র ব্যক্তির উপকার হবে।

Next Article