বাস্তু নিয়ম মেনে চললে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। মনে করা হয়, বাস্তুতে দিকনির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই ভুল জায়গায় রাখা জিনিসগুলির মাধ্যমে ঘরে তৈরি হয় বাস্তুদোষ ও নেগেটিভ শক্তি। আর মাত্র ২ মাস পর দুর্গাপুজো। তাই এখন থেকেই ঘর সাজানোর হিরিক পড়েছে গৃহিনীদের মধ্যে। ঘর সাজানোর জন্য ইন্ডোর প্ল্যান্ট, শোপিস, ফুলদানি, ছবির ফ্রেম থেকে শুরু করে রান্না ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করে থাকি। বাস্তুমতে ঘর না সাজালে দুর্ভাগ্যের শিকার হন বহু মানুষ। কারণ এই বাস্তুশাস্ত্র মানেন না অনেকেই। বাস্তু নিয়ম মেনে ঘর সাজালে সৌন্দর্যের পাশাপাশি ইতিবাচক শক্তিরও প্রবেশ ঘটে।
ফুলদানি: ঘর সাজানোর জন্য ফুলদানি রাখেন অনেকে। ফুলের তোড়া ফুলদানিতে রাখলে ঘরের আবহই বদলে যায়। বাস্তুশাস্ত্র অনুসারে হলুদ রঙের ফুল মাটির ফুলদানিতে রাখা ভালো। দক্ষিণ-পশ্চিম দিকের কোণে রাখতে পারেন ফুলদানি। তাতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে বেশি।
আয়না: প্রত্যেকের বাড়িতেই আয়না থাকে। কিন্তু ভুল দিকে রাখা আয়না রাখা হয়, তাহলে দ্রুত নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব ও উত্তর দিকের দেওয়ালে আয়না লাগানো উচিত। এর ফলে সম্পদ বৃদ্ধি পায়। মনে রাখবেন মূল দরজায় কোনও আয়না বা কাঁচের জিনিস রাখবেন না।
ইলেক্ট্রনিক যন্ত্রপাতি: টিভি, মিউজিক সিস্টেমের মতো অনেক যন্ত্রপাতি বসার ঘরে রাখা হয়, যার জন্য বাস্তুশাস্ত্রে দক্ষিণ দিককে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তাতে ঘরে সুখ-শান্তি ও পজিটিভিটি বজায় থাকে।
ছবির ফ্রেম: বাস্তুশাস্ত্র অনুসারে ছবির ফ্রেম রাখবেন কোথায়, তাও উল্লেখ করা হয়েছে। পারিবারিক ছবির ফ্রেম সবসময় উত্তর ও পূর্ব দিকে রাখুন। এতে পরিবারের মধ্যে একতা বৃদ্ধি পায়। অন্যদিকে, বিবাহিত দম্পতির বেডরুমে একসঙ্গে একটি ছবির ফ্রেম রাখা উচিত।