Shreyas Iyer: শ্রেয়সের ব্যাটে ঝড়! ১৯৯ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে কামব্যাক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 24, 2023 | 8:41 PM

Asia Cup 2023: এশিয়া কাপের আগে এনসিএতে এক প্র্যাক্টিস ম্যাচে ১৯৯ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে কামব্যাক হয়েছে শ্রেয়স আইয়ারের।

Shreyas Iyer: শ্রেয়সের ব্যাটে ঝড়! ১৯৯ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে কামব্যাক
Shreyas Iyer: শ্রেয়সের ব্যাটে ঝড়! ১৯৯ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে কামব্যাক
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারতের হয়ে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। পিঠের চোটের কারণে দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে ছিলেন শ্রেয়স। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি হয়ে উঠেছিল শ্রেয়সের ঘরবাড়ি। সেখানে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ফিট হয়ে ওঠেন শ্রেয়স। এশিয়া কাপে শ্রেয়স ও লোকেশ রাহুল (চোটের কারণে তিনিও দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন) ভারতীয় টিমে ফিরবেন কিনা, তা নিয়ে বিরাট আলোচনা চলছিল। অবশেষে কয়েকদিন আগে সেই উত্তর পাওয়া গিয়েছে। তবে এমনি এমনি জাতীয় দলে কামব্যাক হয়নি শ্রেয়স-রাহুলের। দু’জনকেই এনসিএতে দিতে হয়েছে অগ্নিপরীক্ষা। আর সেই অগ্নিপরীক্ষাতে ফুল মার্কস পেতেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁদের। এনসিএতে এক প্র্যাক্টিস ম্যাচে ১৯৯ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে কামব্যাক হয়েছে শ্রেয়সের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এনসিএতে হওয়া প্র্যাক্টিস ম্যাচে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন শ্রেয়স আইয়ার। তাঁর এই ইংনিসই নির্বাচকদের বাধ্য করেছে শ্রেয়সকে জাতীয় দলে ফেরাতে। বিসিসিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক প্র্যাক্টিস ম্যাচে শ্রেয়স আইয়ার বোলারদের রীতিমতো পিটিয়েছেন। তিনি ১৯৯ রান করেন। এই ইনিংসের মাধ্যমেই তিনি নির্বাচকদের কাছে নিজের ফিটনেস প্রমাণ করেন। শুধু তাই নয়। এরপর পুরো ৫০ ওভার তিনি ফিল্ডিংও করেন। ৩-৪ দিন আগে বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে এই ইনিংস খেলেন শ্রেয়স।’

জাতীয় দলে ফেরার জন্য গত দু’মাস বেঙ্গালুরুর এনসিতে কড়া পরিশ্রম করেন শ্রেয়স আইয়ার। এই বিষয়ে বিসিসিআইয়ের ওই সূত্র জানান, গত ২ মাস এনসিএকেই ঘরবাড়ি বানিয়ে নিয়েছিল শ্রেয়স। পুরোপুরি সুস্থ হওয়াতেই ছিল তাঁর ফোকাস। সম্প্রতি ইন্সটাগ্রামে শ্রেয়স এনসিএর মেডিকেল টিমের প্রধান নীতীন প্যাটেল এবং ট্রেনার রজনীকান্তের সঙ্গে ছবি শেয়ার করেছেন। এবং এতদিন এনসিএতে তাঁর দেখভাল করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রেয়স।

Next Article