BCCI : ইনস্টায় ফাঁস ফিটনেস টেস্টের রিপোর্ট কার্ড, কোহলির উপর চটল বোর্ড

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

May 13, 2024 | 3:29 PM

ইনস্টাগ্রাম স্টোরিতে ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করে দিয়েছিলেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়কের এমন কাজ পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের।

BCCI : ইনস্টায় ফাঁস ফিটনেস টেস্টের রিপোর্ট কার্ড, কোহলির উপর চটল বোর্ড

Follow Us

বেঙ্গালুরু : ভুল করে ফেলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামে ইয়ো ইয়ো টেস্টের রিপোর্ট কার্ড ফাঁস করে দেন বিরাট। বেঙ্গালুরুতে চলছে জাতীয় ক্যাম্প। ফিটনস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের। সেখানে বিরাট কোহলির ইয়ো ইয়ো টেস্টের ফলাফল ছিল ১৭.২। বেজায় খুশি বিরাট ইনস্টা স্টোরিতে এই তথ্য দিয়েছিলেন। কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোহলি ইয়ো ইয়ো টেস্টের (Yo Yo Test) রিপোর্ট ফাঁস করে দেওয়ায় চটে লাল বিসিসিআই কর্তারা। যা হওয়ার হয়ে গিয়েছে। দলের বাকি সদস্যরা যেন এমন কাজ না করেন তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। ফলে তিনি কিছু একটা পোস্ট করার অর্থ কোটি কোটি মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যাওয়া। বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে হাসি হাসি মুখের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, “কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো পরীক্ষার পাস করে যাওয়ার আনন্দ। ১৭.২ স্কোর।” বোর্ড কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে ১৬.৫। বিরাটের স্কোর তার থেকে ৭ পয়েন্ট বেশি। বিরাটের পোস্ট তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, তারপরই বিসিসিআইয়ের তরফে ক্রিকেটারদের পই পই করে বলে দেওয়া হয়েছে, ইয়ো ইয়ো পরীক্ষার রিপোর্ট এভাবে প্রকাশ্যে জানানো যাবে না। এই নির্দেশ এসেছে বোর্ডের টপ ম্যানেজমেন্ট থেকে।

ক্রিকেটারদের মৌখিকভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এমন কনফিডেন্সিয়াল বিষয় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ক্রিকেটাররা অনুশীলনের ছবি পোস্ট করতে পারেন। কিন্তু ইয়ো ইয়ো টেস্টের ফলাফল ফাঁস করে দেওয়া চুক্তির লঙ্ঘনের আওতায় পড়ে যাবে।

Next Article