আমেদাবাদ : ক্যাপ্টেন কুল বনাম আপকামিং ক্যাপ্টেন কুল! চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএলের ১৬তম সংস্করণ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হয়েছিল সেই ম্যাচ। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এ বারের আইপিএলের সূচনা করেছিল গুজরাট টাইটান্স। ফের এক বার আমেদাবাদের নরেন্দ্র্ মোদী স্টেডিয়ামেই মুখোমুখি হতে চলেছে দু-দল। এ বার ফাইনাল। স্নায়ুর চাপ সামলে রাখার ম্যাচ। একদিকে মহেন্দ্র সিং ধোনি, যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়া বিশ্ব ক্রিকেটে উদাহরণ, অন্য দিকে, হার্দিক পান্ডিয়া। নেতৃত্বের দিক থেকে অনেকেই তাঁর মধ্যে ক্যাপ্টেন কুল-এর ছায়া দেখতে পান। মাঠের এই লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে আবহাওয়ার দিকেও। দ্বিতীয় কোয়ালিফায়ার হয়েছে এই মাঠেই। বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। যদিও বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। ফাইনালের আগে আবহাওয়া এবং পিচ নিয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধে থেকেই বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পূর্বাভাসেও বৃষ্টির উল্লেখ ছিল না। তবে বৃষ্টি থামার পর মাঠ রেডি করতে অবশ্য বেশি সময় লাগেনি। ৭টার পরিবর্তে ৭.৪৫ মিনিটে টস এবং ৮টায় শুরু হয়েছিল ম্যাচ। ফাইনালের আগেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিট অর্থাৎ নির্ধারিত সময়েই ম্যাচ শুরুর কথা। আবহাওয়ার রিপোর্ট বলছে, সন্ধের পর তাপমাত্রা ২৯-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার শুরুর আগে বৃষ্টি হলেও ওভার কমেনি। রান তাড়ায় নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৮.২ ওভারে অলআউট হয়। ফাইনালে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করা হচ্ছে। গত ম্যাচে বৃষ্টির পর খেলা শুরু হওয়ায় ইনিংসের প্রথম দিকে ব্যাটাররা সমস্যায় পড়ছিলেন। বড় শট খেলতে পারছিলেন না। সুইংও হচ্ছিল। তবে নতুন বলে ৪ ওভার কাটিয়ে দিতে পারলে ফাইনালেও প্রথমে ব্যাট করা দল সমস্যায় পড়বে না। আমেদাবাদে মেগা ফাইনালেও থাকছে ব্যাটিং সহায়ক পিচ। আরও একটা হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা প্রবল। শুভমন গিল যে ফর্মে রয়েছেন, তিনি সেই ছন্দ ধরে রাখতে পারলে চাপ বাড়তে পারে চেন্নাই শিবিরে।