T20 World Cup 2024: চব্বিশের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আইরিশরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 28, 2023 | 1:37 PM

Ireland: ইউরোপ অঞ্চলের দু'টি দলের মধ্যে থেকে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আয়ার্ল্যান্ড।

T20 World Cup 2024: চব্বিশের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আইরিশরা
T20 World Cup 2024: চব্বিশের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল আইরিশরা
Image Credit source: ICC

Follow Us

নয়াদিল্লি: ভারতের মাটিতে আর মাস দু’য়েক পর শুরু হবে ওডিআই বিশ্বকাপ। এ বারের ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup 2023) যোগ্যতা অর্জন পর্ব উতরোতে না পারায় ভারতে খেলা হবে না আয়ার্ল্যান্ডের (Ireland)। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তাতে অবশ্য খেলবেন আইরিশরা। ইউরোপ অঞ্চলের দু’টি দলের মধ্যে থেকে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আয়ার্ল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই ২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল আয়ার্ল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এডিনবার্গে জার্মানির বিরুদ্ধে ম্যাচ ছিল আয়ার্ল্যান্ডের। বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তা যায়। ফলে আয়ার্ল্যান্ড ও জার্মানির মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এরপরই পরের বছরের টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় পল স্টার্লিংদের। আয়ার্ল্যান্ডের পাশাপাশি ২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য ইউরোপ কোয়ালিফায়ার থেকে যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ডও। তারা এখন ইউরোপ অঞ্চলের টিমগুলোর মধ্যে শীর্ষে। শেষ ম্যাচে স্কটল্যান্ড নামবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে। এর আগে আয়ার্ল্যান্ড এক এক করে ইতালি, ডেনমার্ক, অস্ট্রিয়া ও জার্সিকে হারিয়েছে। জার্মানির বিরুদ্ধে ম্যাচে ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পাকা হয়ে যেত পল স্টার্লিংদের। আর হলও তেমনটাই।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর আয়ার্ল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেছেন, ‘মাঠে নেমে ম্যাচটা খেলে ও জিতে যোগ্যতা অর্জন করতে পারলে আরও ভালো লাগত। তবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার যে প্রাথমিক লক্ষ্য ছিল, তা আমরা পূরণ করতে পেরেছি। স্কটল্যান্ডে যোগ্যতা অর্জন পর্ব খেলার আগে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা এসেছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।’ ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা দলগুলো ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিয়েছে। আয়োজক হিসেবে আগামী কুড়ি-বিশের বিশ্বকাপে খেলবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৮টি দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে। তার মধ্যে দুই দল আপাতত আয়ার্ল্যান্ড ও স্কটল্যান্ড।

Next Article