Prasidh Krishna: এনসিএতে রিহ্যাব পর্বে বুমরার থেকে কী শিখেছেন প্রসিধ কৃষ্ণা?

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Sep 20, 2024 | 11:33 AM

ওডিআই ফর্ম্যাটে ধারাবাহিক পারফর্ম করছিলেন প্রসিধ। কিন্তু চোট তাঁকে ২২ গজ থেকে দূরে পাঠিয়ে দেয়। এখন ভারতীয় জোরে বোলার প্রসিধ পুরোপুরি সুস্থ।

Prasidh Krishna: এনসিএতে রিহ্যাব পর্বে বুমরার থেকে কী শিখেছেন প্রসিধ কৃষ্ণা?
বুমরার কাছ থেকে কী শিখেছেন প্রসিধ?
Image Credit source: BCCI Twitter

Follow Us

বেঙ্গালুরু: সামনেই এশিয়া কাপ (Asia Cup)। তার আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে যেমন প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah), তেমনই টিমে ফিরেছেন প্রসিধ কৃষ্ণাও (Prasidh Krishna)। আইরিশদের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে দেশের হয়ে ডেবিউ হয়েছে প্রসিধের। ওডিআই ফর্ম্যাটে ধারাবাহিক পারফর্ম করছিলেন প্রসিধ। কিন্তু চোট তাঁকে ২২ গজ থেকে দূরে পাঠিয়ে দেয়। এখন ভারতীয় জোরে বোলার প্রসিধ পুরোপুরি সুস্থ। এতদিন তিনি স্ট্রেস ফ্র্যাকচারের রিহ্যাব করেছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে তিনি জসপ্রীত বুমরার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। রিহ্যাব পর্বে বুমরার কাছ থেকে কী শিখেছেন প্রসিধ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসিধ বলেন, ‘এনসিএতে আমরা রিহ্যব করার সময় একসঙ্গে ছিলাম। খুব কাছ থেকে আমরা একে অপরকে দেখেছি। চাপের মধ্যে বুমরা কী ভাবে কাজ সামলায় এবং বিভিন্ন জিনিস কী ভাবে সহজ ভাবে নেওয়া যায়, তা ওর থেকে শিখেছি। আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি। যার ফলও আমরা পেয়েছি।’

২৭ বছর বয়সী প্রসিধ কৃষ্ণা কথায়, এনসিএতে রিহ্যাবের সময় তিনি ও বুমরা একসঙ্গে একাধিক সেশনে কাজ করেছেন। প্রসিধ বলেন, ‘এনসিএতে প্রতি সেশনে আমাদের বোঝাপড়া দারুণ ছিল। আমাদের শারীরিক ও মানসিকভাবে ফিট হয়ে ওঠার লক্ষ্য পরিষ্কার ছিল। তাই আমরা সেই টার্গেট পূরণ করতে পেরেছিলাম। বোলিং অনুশীলন শুরু করার আগে আমরা শারীরিক দিক থেকে ফিট হয়ে ওঠায় নজর দিয়েছিলাম। যা আমাদের সুস্থ হতে এবং ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছিল।’

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রসিধ ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাতে ৪টি উইকেট নিয়েছেন। ইকোনমি ৭.৬২। এ ছাড়া এখনও অবধি ভারতের হয়ে ১৪টি ওডিআই খেলেছেন প্রসিধ। তাতে নিয়েছেন ২৫টি উইকেট। আসন্ন এশিয়া কাপে ভারতের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রসিধ। এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে ওডিআই বিশ্বকাপের টিমেও এন্ট্রি হতে পারে প্রসিধের।

Next Article