নয়াদিল্লি: চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)? ভারতের হয়ে টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে নিয়মিত খেললেও বিরাট কোহলিকে এখন টি-২০ (T20) ক্রিকেটে খেলতে দেখা যাচ্ছে না। ২০২২ সালের ১০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট ভারতের হয়ে শেষ টি-২০ ম্যাচে খেলেছিলেন। এরপর যে ভারতীয় টিম কোনও টি-২০ সিরিজে খেলেনি তেমনটা নয়। বরং বিরাটকে দেখা যায়নি দেশের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নামতে। তা হলে কি টি-২০ ক্রিকেটে বিসিসিআইয়ের ভাবনা থেকে বাদ পড়েছেন বিরাট? যদিও মাঝে জানা গিয়েছিল, ওয়ার্কলোড ম্যানেজের জন্য বিরাটকে টি-২০ ক্রিকেট থেকে দূরে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তা হলে বিরাটকে কি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবে? ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) মনে করেন, কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে না রাখলে ভুল করবে ভারত। আর কী বললেন সঞ্জয় বাঙ্গার, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন বিরাট কোহলির অভিজ্ঞতা, দক্ষতা এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতার কারণে তাঁকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে না রাখলে ভুল করবে ভারত। সঞ্জয় বলেন, ‘আমার মতে অবশ্যই বিরাটের টি-২০ দলে থাকা উচিত। ওকে ছাড়া ভারতীয় দলের কথা ভাবাই যায় না। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ও কেমন পারফর্ম করেছিল, সেই কথা মনে আছে তো? অনেক সময় এমন পরস্থিতি তৈরি হয় যে, যেখানে আবেগ বেশি হয়। যার ফলে একটা ছোট্ট ভুলের বিরাট মাসুল গুনতেও হতে পারে। তেমন পরিস্থিতি আগামী বছরের বিশ্বকাপেও আসতে পারে। সেই সময় বিরাটের মতো অভিজ্ঞ ম্যাচ উইনারকেই ক্রিজে দরকার।’
সঞ্জয় মনে করেন, কোনও ম্যাচে চাপের পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয় তা জানেন বিরাট কোহলি। তাই বিরাটকে দলে না রাখলে বড় ভুল করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে তিনি বলেন, ‘কোনও ম্যাচে চাপের পরিস্থিতিতে ক্রিকেটারের স্ট্রাইক-রেট কত বা সে কী ভাবে ব্যাট করছে, তা বিবেচ্য নয়। কারণ এটা আইপিএল নয়। একটা বড় ম্যাচে বড় ক্রিকেটারের প্রয়োজন এবং কোহলি সেটা করে দেখিয়ে দিয়েছে।’