Sourav Ganguly: এশিয়া কাপে ভারত-পাক, কাদের এগিয়ে রাখলেন সৌরভ?

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 24, 2023 | 6:46 PM

India vs Pakistan: বিশ্বকাপের দামামা বাজার আগেই একাধিক প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপে তাঁদের ফেভারিট দল হিসেবে ভারতের কথা বলেছেন। কিন্তু তার আগে ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর এশিয়া কাপের ভারত-পাক দ্বৈরথে। এ বারের এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে কোন দলকে এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানেন?

Sourav Ganguly: এশিয়া কাপে ভারত-পাক, কাদের এগিয়ে রাখলেন সৌরভ?
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মহারাজের চোখে ফেভারিট কোন দল?
Image Credit source: PTI

Follow Us

দেখতে দেখতে এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার দিন ঘনিয়ে আসছে। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এশিয়া কাপের পরই ভারতের ১০টি ভেনুতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ। সেখানেও মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান এবং রোহিত শর্মার ভারত। বিশ্বকাপের দামামা বাজার আগেই একাধিক প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপে তাঁদের ফেভারিট দল হিসেবে ভারতের কথা বলেছেন। কিন্তু তার আগে ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর এশিয়া কাপের ভারত-পাক দ্বৈরথে। এ বারের এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে কোন দলকে এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মহারাজের চোখে ফেভারিট কোন দল?

আসন্ন এশিয়া কাপে এক কথায় ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দলকেই নিজের ফেভারিট বলেননি মহারাজ। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কে ফেভারিট তা আমার পক্ষে বলা মুশকিল। দুটোই ভালো টিম। পাকিস্তান ভালো। ভারতও ভীষণ ভালো। তাই কোনও দলই আমার ফেভারিট নয়। যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন নিয়ে সৌরভ বলেন, ‘বুমরার প্রত্যাবর্তনটা ভালো হয়েছে। টি-২০ ফর্ম্যাটে ভালো পারফর্ম করে শুরু করল। এ বার ও ৫০ ওভারে খেলবে। ১০ ওভার বল করবে। সময়ের সঙ্গে সঙ্গে ওর ফিটনেস আরও ভালো হবে।’

সৌরভকে প্রশ্ন করা হয়, এশিয়া কাপে যুজবেন্দ্র চাহাল থাকলে কি ভালো হত? এই নিয়ে সৌরভ বলেন, ‘দলে তিনজন স্পিনার নেওয়া হয়েছে। আমি মনে করি অক্ষরকে টিমে নিয়ে ভালো হয়েছে। কারণ ও ব্যাট করতে পারে।’

২৩ অগস্ট ভারতের চন্দ্রাভিযান সফল হয়েছে। এই উপলক্ষ্যে ইসরোকে শুভেচ্ছা জানিয়ে মহারাজ বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছি। ইসরোকে অনেক অনেক শুভেচ্ছা। এর আগেও চাঁদে বিভিন্ন দেশ পৌঁছেছে। এত কম খরচে ভারত যেভাবে চন্দ্রযান-৩ সফল করেছে তা অসাধারণ। আমি আগেও বলেছি, আবারও বলব আমরা একটা দারুণ দেশে বসবাস করি।’

Next Article