Virat Kohli : ইয়ো ইয়ো টেস্টে ফুল মার্কস বিরাটের, কত স্কোর পেলেন?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 24, 2023 | 2:20 PM

ক্রিকেট জগত তাঁর ফিটনেস দেখে কেন অনুপ্রাণিত তার আরও একবার প্রমাণ দিয়েছেন বিরাট।

Virat Kohli : ইয়ো ইয়ো টেস্টে ফুল মার্কস বিরাটের, কত স্কোর পেলেন?

Follow Us

বেঙ্গালুরু : তিনি অধিনায়ক থাকাকালীন ভারতীয় ক্রিকেটে ফিটনেসে বিপ্লব এনেছিলেন। দলের প্রতিটি সদস্য যাতে ফিট থাকে তা সুনিশ্চিত করতে ইয়ো ইয়ো টেস্ট বাধ্যতামূলক করেন। ৩৪ বছরের বিরাট কোহলির (Virat Kohli) কাঁধে জাতীয় দলের নেতৃত্বভার না থাকলেও ফিটনেস মন্ত্র থেকে একচুল সরে আসেননি বিরাট। ছুটির দিনেও জিম থেকে ছুটি নেই তাঁর। ভারতীয় দল চোট আঘাতের সমস্যায় ভুগলেও চূড়ান্ত ফিট বিরাট ব্যক্তিগতভাবে খুব কমই এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। দিন কয়েক পরেই শুরু এশিয়া কাপ (Asia Cup 2023)। তারপর ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। তার আগে ভারতীয় দলের প্রতিটি সদস্যের ফিটনেস পরীক্ষা হবে। আজ, বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে জাতীয় শিবির। যেখানে ফিটনেস পরীক্ষায় ফুল মার্কস নিয়ে পাশ করলেন বিরাট। কত স্কোর গড়লেন তিনি সেটাও ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্রিকেট জগত তাঁর ফিটনেস দেখে কেন অনুপ্রাণিত তার আরও একবার প্রমাণ দিয়েছেন বিরাট। ২৪ অগস্টের ইয়ো ইয়ো টেস্টে তাঁর পারফরম্যান্স ১৭.২। নিজের ফিটনেস নিয়ে গর্বিত বিরাট ইনস্টা স্টোরিতে খালি গায়ে মাঠে আধশোয়া অবস্থায় একটি ছবি দিয়ে লিখেছেন, “চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো টেস্টে পাস করার মজাই আলাদা। ১৯.২ ড্রোন।” এই ফিটনেস আপডেট দিয়ে বিরাট বুঝিয়ে দিয়েছেন, এশিয়া কাপ ও পরবর্তীতে ওডিআই বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি তিনি। এই ফিটনেস পরীক্ষায় ক্যাপ্টেন রোহিত শর্মা কত মার্কস পেলেন সেটা জানতে উৎসুক ক্রিকেট সমর্থকরা।

৩০ অগস্ট এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা যাবে মেন ইন ব্লু। তার আগে বেঙ্গালুরুর আলুরে একটি বিশেষ শিবির চলবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা জানিয়েছেন, নিয়মমাফিক ফিটনেস পরীক্ষা ছাড়াও ক্রিকেটারদের রক্ত পরীক্ষা হবে। এছাড়া লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন B12 এবং ভিটামিন D, ক্রিয়েটিন, টেস্টোটেরন পরীক্ষাও হবে।

Next Article