মুম্বই : ফিটনেসের সঙ্গে কখনও আপোস করেন না। ছুটির দিন হোক বা অন্য অজুহাতে জিমে যাওয়া ভোলেন না বিরাট কোহলি (Virat Kohli)। মঙ্গলবার সকাল সকাল ৭৭তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে ছুটির দিন বলেই শুয়ে বসে আরাম করে কাটিয়ে দেওয়ার মতো মানুষ নন বিরাট। এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হতে আর বেশি দেরি নেই। আয়ারল্যান্ড সফর থেকে ভারতীয় দল ফিরলেই এশিয়া কাপ শিবির শুরু হয়ে যাবে। তার আগে জিমে দস্তুরমতো গা ঘামাচ্ছেন জাতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তার ঝলক দেখালেন বিরাট। ক্যাপশনে লিখলেন, ছুটির দিন হলেও তাঁকে তো দৌড়তেই হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গতবছরের এশিয়া কাপের কথা মনে আছে? বিরাট কোহলির অনুরাগীরা কী করে ভুলবেন? গতবছরের এশিয়া কাপ থেকে দীর্ঘ তিন বছর পর রানে ফিরেছিলেন বিরাট। হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিন বছরের সেঞ্চুরির খরা কাটান। এরপর টেস্ট, ওডিআই সবরকম ফরম্যাটেই সেঞ্চুরি পেয়েছেন বিরাট। এ বারের এশিয়া কাপ ৫০ ওভারের। বিশ্বকাপের আগে ৬ দলের এই টুর্নামেন্টে বিরাট ব্যাটে রানের ফুলঝুরি দেখার আশায় ক্রিকেট জগত। ফিটনেস ফ্রিক বিরাট তার প্রস্তুতি শুরু করে দিলেন বাড়ির জিম থেকে। প্রতিদিন ৩-৪ ঘণ্টা করে জিমে কাটাচ্ছেন। ছুটির দিনেও বিশ্রাম নেই।
ইনস্টাগ্রামে ট্রেডমিলে দৌড়নোর ভিডিয়ো পোস্ট করে বিরাট লিখেছেন, “আজ ছুটির দিন ঠিকই কিন্তু দৌড়তে তো হবেই।” ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর। এশিয়া কাপ জিততে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট। তাঁর দিকেই থাকবে যাবতীয় নজর।