নয়াদিল্লি: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বজয় করেছে স্পেনের মেয়েরা। কিন্তু স্পেনের বিশ্বজয়ের আনন্দের মাঝেই ঘটল অনাকাঙ্খিত এক ঘটনা। বিতর্কের কেন্দ্রে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, স্পেনের ফুটবলার জেনি হার্মোসোকে (Jenni Hermoso) তাঁর দেশের ফুটবল ফেডারেশনের প্রধান লুইসের চুমু খাওয়ার ভিডিয়ো। ঘটনাটি ঘটে মেয়েদের বিশ্বকাপের (FIFA Women’s World Cup) পুরস্কার বিতরণী মঞ্চে। যে সময় স্প্যানিশ ফুটবলার জেনি হার্মোসো মঞ্চে সোনার পদক নিতে উঠেছিলেন, তখন তাঁকে প্রথমে জাপটে ধরেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান। তারপর জেনির ঠোঁটে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস (Luis Rubiales)। এর পর থেকে লুইসকে নিয়ে বিতর্ক তুঙ্গে। পুরো বিষয়টি নিয়ে কী বলছেন জেনি হার্মোসো? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বজয় করার পর স্পেনের ফুটবলারের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন সে দেশের ফুটবল ফেডারেশনের প্রধান। প্রাথমিকভাবে স্পেনের ফুটবলার জেনি হার্মোসো জানান, বিষয়টি মোটেও উপভোগ করেননি তিনি। আরও ভালো করে বললে এই চুমু খাওয়ার বিষয়টি তাঁর মোটেও ভালো লাগেনি। যদিও পরবর্তীতে তিনি তাঁর দেশের ফুটবল ফেডারেশনের প্রধানের পাশে দাঁড়ান।
President of the Spanish Football Federation, Luis Rubiales, Kissed Jenni Hermoso, striker of Spain. Weird 😲#WHUCHE Enzo #Asake02Arena #SpainVsEngland Ward Prowse Mudryk pic.twitter.com/o0AHerreIS
— Olamide Not Baddo (@Iam_Olamide10) August 20, 2023
স্পেনের ফুটবলার জেনি হার্মোসো পরে যদিও জানান, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি যা করেছেন তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘পুরো বিষয়টা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। কারণ বিশ্বকাপ জয় প্রচুর আনন্দ নিয়ে আসে। সভাপতি এবং আমার ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সকলের সঙ্গে তাঁর আচরণ নিয়ে প্রশ্নের জায়গা নেই। যা হয়েছে পুরো বিষয়টা স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হয়েছে।’
জেনিকে চুম্বন করা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুই বন্ধুর মধ্যে জয় উদযাপনের একটা অংশ ছিল ওই চুম্বন। প্রচুর বোকা মানুষ রয়েছেন। আমাদের উচিত এই সব দিকগুলোতে নজর না দিয়ে বিশ্বজয়ের মুহূর্ত উপভোগ করা।’ লুইস যা-ই বলুন না কেন এবং জেনি হার্মোসো যতই তাঁর দেশের ফুটবল ফেডারেশনের সভাপতির পাশে দাঁড়ান, এই বিতর্কের আগুন এখনও নেভেনি।