Mohun Bagan: আবাহনীর বিরুদ্ধে ‘অপ্রস্তুত’ দল নিয়েও জিততে মরিয়া মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 22, 2023 | 9:00 AM

AFC CUP, MBSG: আবাহনী টানা চার ম্যাচ জিতে এসেছে। তবে মোহনবাগানের বিরুদ্ধে তাদের পরিসংখ্যান সুখকর নয়। গত পাঁচ বছরে তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দু-বার ৩-১ ব্যবধানে জিতেছে মোহনবাগান।

Mohun Bagan: আবাহনীর বিরুদ্ধে অপ্রস্তুত দল নিয়েও জিততে মরিয়া মোহনবাগান
Image Credit source: twitter

Follow Us

একটা ম্যাচ। আরও একটা ধাপ পেরোনোর অপেক্ষা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের আবাহনী ক্লাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। জিতলে গ্রুপ পর্বে পৌঁছে যাবে সবুজ মেরুন। গত মরসুমে ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছেছিল মোহনবাগান। যদিও সেই পর্বে কুয়ালামপুর এফসির কাছে হেরে বিদায় হয়ে যায়। আজকের ম্যাচের প্রতিপক্ষ আবাহনীকে গত মরসুমে ৩-১ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। একই প্রতিপক্ষ হলেও শক্তির দিক থেকে কাগজে কলমে দু-দলই প্রায় সমান জায়গায়। বরং মোহনবাগান কোচই বলছেন, তাদের প্রস্তুতি ভালো হয়নি! এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আবাহনী ম্যাচ প্রিভিউ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত সপ্তাহে নেপালের মাচিন্দ্রা এফসিকে হারিয়েছে মোহনবাগান। এ বার দ্বিতীয় প্রতিপক্ষ। মরসুমের শুরুটা চড়াই-উতরাইয়ের মধ্যে হয়েছে মোহনবাগানের। কলকাতা লিগে ভালো পারফর্ম করছিল তরুণ ব্রিগেড। গত ম্যাচে মরসুমের প্রথম হার হজম করতে হয়েছে। ডুরান্ড কাপে প্রথম দু-ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ মেরুন। মরসুমের প্রথম ডার্বিতে হার। আত্মবিশ্বাসে বেশ কিছুটা ধাক্কা লেগেছিল। তবে এএফসি কাপে শুরুটা দুর্দান্ত হয়েছে। যদিও মোহনবাগান কোচ জানিয়েছেন, তাদের প্রস্তুতি ভালো হয়নি। সর্বস্ব দিয়ে আবাহনী ম্য়াচ জিতে ফের ডুরান্ডে ফোকাস করতে চান। এরপর মরসুমের বাকি সময় নিয়ে পরিকল্পনা গড়বেন।

মরসুমের শুরু থেকে মোহনবাগানের লক্ষ্য এএফসি কাপ। মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্য়বধানে হারিয়ে সেই লক্ষ্যে সামান্য পথ এগিয়েছে মোহনবাগান। গত ম্যাচে জোড়া গোল করেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। আর একটি গোল অজি বিশ্বকাপার জেসন কামিন্সের। ডার্বি হার থেকে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান, তাতে এই ম্যাচেও আত্মবিশ্বাসী হয়েই নামতে পারবে তারা। যদিও সেই ম্যাচে দাপুটে জয়েও খুশি ছিলেন না হেড কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মনে হয়েছে, যতটা গোছানো ফুটবল খেলার কথা ছিল, দল সেটা পারেনি। এএফসি কাপে সেরা হতে হলে আরও অনেক ভালো পারফর্ম করতে হবে। নয়তো কিছুটা পথ এগিয়েই থেমে যেতে হবে। ভুল শুধরে আবাহনীর বিরুদ্ধে সুন্দর ফুটবল উপহার দেওয়াই লক্ষ্য মোহনবাগানের।

আবাহনী টানা চার ম্যাচ জিতে এসেছে। তবে মোহনবাগানের বিরুদ্ধে তাদের পরিসংখ্যান সুখকর নয়। গত পাঁচ বছরে তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দু-বার ৩-১ ব্যবধানে জিতেছে মোহনবাগান। একটি ম্যাচ ১-১ ড্র হয়। এ বার তুলনামূলক শক্তিশালী দল নিয়ে এসেছে আবাহনী। যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি আকর্ষণীয় ম্যাচের অপেক্ষা।

Next Article