ডুরান্ড কাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কলকাতার দুই প্রধান। লিগ পর্বে একই গ্রুপে ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গ্রুপেই মুখোমুখি হয়েছে দু-দল। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। অপেক্ষায় থাকতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। ছ’টি গ্রুপের শীর্ষ দলের পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুটি দল জায়গা করে নিত। সেই দৌড়ে মহমেডান স্পোর্টিংকে গোল পার্থক্যে পিছনে ফেলে নকআউটে জায়গা করে নেয় সবুজ মেরুন। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্ডিয়ান আর্মি, গোকুলম কেরালা, এফসি গোয়া, চেন্নায়িন এফসি এবং মুম্বই সিটি এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের লাইন আপ নিশ্চিত হওয়ার আগে একটা প্রত্যাশা ছিল, এই পর্বেও হতে পারে কলকাতা ডার্বি। যদিও তা হচ্ছে না। এখনও অবধি যা পরিস্থিতি, দু-দল ফাইনালে না উঠলে দেখা হওয়ার সম্ভাবনা নেই। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি। দুটি কোয়ার্টার ফাইনাল গুয়াহাটি এবং বাকি দুটি হবে কলকাতায়। প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দল সেমিফাইনালে খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিরুদ্ধে। ডুরান্ডের নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে কোনও ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকার হবে।
এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি দেখে নিন
প্রথম কোয়ার্টার ফাইনাল, ২৪ অগস্ট, সন্ধে ৬টা, নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি, গুয়াহাটি
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, ২৫ অগস্ট, সন্ধে ৬টা, ইস্টবেঙ্গল বনাম গোকুলম কেরালা এফসি, কলকাতা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল, ২৬ অগস্ট, সন্ধে ৬টা, এফসি গোয়া বনাম চেন্নায়িন এফসি, গুয়াহাটি
চতুর্থ কোয়ার্টার ফাইনাল, ২৭ অগস্ট, সন্ধে ৬টা, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, কলকাতা
সেমিফাইনালে ম্যাচদুটি হবে ২৯ ও ৩১ অগস্ট। ফাইনাল ৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।