গ্রুপ পর্বের ইতি হয়েছে। এ বার শুরু নক আউট পর্ব। ডুরান্ড কাপের ইতিহাসে ১৩২তম সংস্করণ চলছে। গুয়াহাটিতে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি। দীর্ঘ ২৭ বছরের বিরতিতে ডুরান্ড কাপে এ বার অংশ নিয়েছিল বিদেশি দল। বাংলাদেশ ও নেপালের দল এলেও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে তারা। কলকাতার তিন প্রধানের মধ্যে সবার আগে নকআউট নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। মহমেডান স্পোর্টিং এবং মোহনবাগানের মধ্যে পয়েন্ট টেবলে লড়াই ছিল। প্রতিটি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে শেষ অবধি নকআউটে পৌঁছয় মোহনবাগান। অল্পের জন্য ছিটকে যায় মহমেডান স্পোর্টিং। নকআউট পর্বের প্রথম ম্যাচে অবশ্য কলকাতার দল নামছে না। তবে গ্রুপ পর্বে অপরাজিত থাকা দুই দলের অনবদ্য লড়াই দেখা যেতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নর্থ ইস্ট ইউনাইটেড গ্রুপ পর্বে অপরাজিত ছিল। গ্রুপ ডি-তে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ছিল তারা। এই গ্রুপে শীর্ষে ছিল এফসি গোয়া। মাত্র ১ গোলের পার্থক্য। গ্রুপে তিন ম্যাচে ৯টি গোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। খেয়েছে মাত্র তিনটি গোল। এর মধ্যে এফসি গোয়ার বিরুদ্ধে ২-২ স্কোরলাইনের ম্যাচে দুটি গোল খেয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের ফরাসি তারকা তথা অধিনায়ক রোমেন ফিলিপটে এবং তরুণ ভারতীয় স্ট্রাইকার পার্থিব গোগোই অনবদ্য ছন্দে রয়েছেন। পার্থিব গ্রুপ পর্বে চারটি গোল করেছেন। এর মধ্যে এক ম্যাচে হ্যাটট্রিক রয়েছে।
নর্থ ইস্ট ইউনাইটেডের স্প্যানিশ হেড কোচ হুয়ান পেদ্রো বেন আলি অবশ্য কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মিকে হালকা নিতে নারাজ। নকআউটে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। তার আগে হুয়ান বলছেন, ‘ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম খুবই ভালো দল। নিজেদের গ্রুপে শীর্ষস্থানে ছিল ওরা। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত। শারীরীক দিক থেকে খুবই শক্তিশালী। ওদের ডিফেন্স খুবই ভালো। সর্বস্ব না দিলে ওদের বিরুদ্ধে পেরে ওঠা কঠিন।’
ইন্ডিয়ান আর্মি দল গ্রুপে অপরাজিত ছিল। কার্ড সমস্যায় গ্রুপের ম্যাচে পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ প্লেয়ারকে। নকআউটে ফিরছেন দলের অন্যতম সেরা স্ট্রাইকার লিটন শীল। কোচ অ্যান্থনি রমেশ বলছেন, ‘নর্থ ইস্ট অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে। নিজেদের সেরা ফুটবল উপহার দেওয়াই লক্ষ্য থাকবে। এর জন্য দল প্রস্তুত।’ প্রথম কোয়ার্টার ফাইনালে লড়াইটা মূলত হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের আক্রমণ বনাম আর্মির মজবুত ডিফেন্স।
প্রথম কোয়ার্টার ফাইনাল, সন্ধে ৬টা, নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি, সোনি টেন ২, সোনি লিভ অ্যাপে