হঠাৎই ছাঁটাই মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ। কেন এমন সিদ্ধান্ত, তা অবশ্য পরিষ্কার করা হয়নি। মেহরাজউদ্দিন ওয়াডুর প্রশিক্ষণে ভালো পারফর্ম করছিল মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপে প্রথম ম্যাচ হারলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জামশেদপুর এফসিকে আধডজন গোলে হারায় মহমেডান। যদিও গোল পার্থক্যে অল্পের জন্য বিদায় নিতে হয়। আর এক গোল দিতে পারলে মোহনবাগানকে ছাপিয়ে ডুরান্ডের নকআউটে জায়গা করে নিত মহমেডান। কলকাতা লিগেও সুপার সিক্সে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের। আজ কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব। তার আগে ছাঁটাই মেহরাজ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মঙ্গলবার রাতের দিকে ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয় মেহরাজউদ্দিন ওয়াডুকে ছাঁটাইয়ের বিষয়টি। তাঁর সহকারীর দায়িত্বে থাকা সইদ রমন অন্তর্বর্তী হেড কোচ হিসেবে কাজ করবেন। ক্লাব এমনটাই জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মেহরাজউদ্দিন ওয়াডুকে সিনিয়র দলের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাঁর কোচিংয়ে ভালো পারফর্ম করছিল দল। ক্লাবের তরফে কৃতজ্ঞতা ও ধন্য়বাদ মেহরাজকে। সহকারী কোচ সইদ রমন অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন।’
কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। লিগে গত ম্যাচে সাদার্ন সমিতির বিরুদ্ধেও অনবদ্য পারফর্ম করেছে সাদা-কালো ব্রিগেড। সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে নামার আগে অস্বস্তির খবর দলের ছন্দে থাকা ফুটবলার ডেভিড লালসাঙ্গাকে না পাওয়া। ডুরান্ডে গত ম্যাচেও চার গোল করেছেন ডেভিড। তেমনই লিগে দুর্দান্ত ছন্দে। এ মরসুমে ক্লাবের সর্বাধিক গোলদাতা ডেভিড। কার্ড সমস্যায় আজকের ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। একদিকে ডেভিডের না থাকা অন্যদিকে, কোচ ছাঁটাই। সব ভুলে টালিগঞ্জ ম্যাচে ফোকাস ধরে রাখতে মরিয়া মহমেডান স্পোর্টিং। প্রত্যেকটা জয় সুপার সিক্সে ওঠার রাস্তা সহজ করবে সাদা-কালো ব্রিগেডের জন্য।