কলকাতা : যুগপৎ আনন্দ ও দুঃখ ছুঁয়ে গেল স্পেনের অধিনায়ক ওলগা কারমোনাকে (Olga Carmona)। রবিবার তাঁর একমাত্র গোলে মেয়েদের ফিফা বিশ্বকাপ (Fifa Women’s World Cup 2023) জিতেছে স্পেন। ম্যাচের পর ওলগা জয়সূচক গোলটি উৎসর্গ করেন তাঁর বান্ধবী প্রয়াত মাকে। এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বাস, ফোটোসেশন সবই সেরেছেন। সাক্ষাৎকার দিয়েছেন। স্পেনের অধিনায়ক তখনও জানতেন না কী চরম দুঃখের খবর তাঁর জন্য অপেক্ষা করছে। ওলগা জানতে পারেন, ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্পেনে প্রয়াত হয়েছেন তাঁর বাবা! এই খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওলগার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাবার প্রয়াণের খবর জানতে পেরে শোকে বিহ্বল হয়ে পড়েন ওলগা। পরে টুইট করে বিশ্বকাপের মেডেল বাবাকে উৎসর্গ করেছেন তিনি। ওলগা লিখেছেন, “আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। এটাও জানি যে আজ রাতে তুমি আমাকে দেখেছ এবং আমাকে নিয়ে গর্বিত। ওপারে শান্তিতে থেকো বাবা।” পোস্টে ফিফার তরফে ওলগাকে সমবেদনা জানানো হয়েছে। তাঁর বাবার আ্ত্মার শান্তি কামনা এবং সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ওলগাকে কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন অনুরাগীরা।
Y sin saberlo tenía mi Estrella antes de que empezase el partido. Sé que me has dado la fuerza para conseguir algo único. Sé que me has estado viendo esta noche y que estás orgulloso de mí. Descansa en paz, papá 🌟❤️🩹 pic.twitter.com/Uby0mteZQ3
— Olga Carmona (@7olgacarmona) August 20, 2023
বিশ্বকাপ জিতলে জার্সিতে তারা যুক্ত করা হয়। ওলগা তাঁর সদ্য প্রয়াত বাবাকে তারা বলে উল্লেখ করেছেন টুইটে। লেখেন, “আমার অজান্তেই ম্যাচ শুরু আগে আমি তারা পেয়ে গিয়েছিলাম।” সোমবার সিডনি থেকে মাদ্রিদে পৌঁছবে বিশ্ব চ্যাম্পিয়ন টিম। উৎসব আর উচ্ছ্বাসে বরণ করে দেওয়া হবে চ্যাম্পিয়নদের। উৎসবকে আপাতত দূরে রেখে ওলগা কারমোনা যোগ দেবেন বাবার শেষকৃত্যে।