Neeraj Chopra : সোনার ইতিহাস গড়বেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 24, 2023 | 6:42 PM

World Athletics Championships 2023 : ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৪০ কোটি দেশবাসীর ভরসা একজনই। তিনি নীরজ চোপড়া।

Neeraj Chopra : সোনার ইতিহাস গড়বেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ

Follow Us

বুদাপেস্ট : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) এখনও সোনার পদক জিততে পারেননি কোনও ভারতীয় অ্যাথলিট। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর ২০২২ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সেটি ছিল রুপো। তাতেও ইতিহাস গড়েছিলেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। দেশের প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে বিশ্ব মিটে রুপো পদক পান নীরজ। আরও একবার ইতিহাস গড়ার লক্ষ্যে দেশের জ্যাভলিন তারকা। পদকের রংটা বদলে ফেলতে চান। একইসঙ্গে লক্ষ্য ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করা। গতবার ৮৮.১৩ মিটার দূরে জ্য়াভলিন ছুড়ে রুপোর পদকে শেষ করেছিলেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কবে নামবেন নীরজ? কখন শুরু হবে তাঁর ইভেন্ট? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ১৯ অগস্ট। চলবে ২৭ অগস্ট পর্যন্ত। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নীরজ নামবেন ২৫ অগস্ট অর্থাৎ শুক্রবার। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৪০ থেকে যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড শুরু হবে। বেস্ট অফ থ্রি-তে শীর্ষ ১২ জন অ্যাথলিট ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। পুরুষদের জ্যাভলিনের ফাইনাল হবে ২৭ অগস্ট। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১.৪৫ মিনিটে শুরু হবে ইভেন্ট।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমাতে। অর্থাৎ ভারতীয় দর্শকরা বিনামূল্যে নীরজকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখবেন। যদিও সব নজর থাকবে নীরজের উপর, তাহলেও দেশের আরও দুই জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনু এবং কিশোর জেনা ফাইনালে যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নামবেন আগামীকাল। ২৫ বছরের নীরজ দারুণ ফর্মে রয়েছেন এ বছর। মে মাসে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার বর্শা থ্রো করে প্রথম স্থান অধিকার করেছিলেন। নীরজের পাশাপাশি পাকিস্তানের আর্শাদ নাদিমও অংশ নেবেন। যাঁর ব্যক্তিগত সেরা স্কোর ৯০ মিটারের বেশি।

Next Article