চেন্নাই: বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand) পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু কিংবদন্তি ভারতীয় দাবাড়ুকেও পিছনে ফেলে দিয়েছেন ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। ফিডে বিশ্বকাপের (FIDE World Cup 2023) ফাইনালে উঠে পড়েছেন তিনি। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলবেন তিনি। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠার ইতিহাস তৈরি করলেও তাতেই থেমে যেতে চান না প্রজ্ঞানন্দ। ছেলে ফাইনালে ওঠার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা নাগলক্ষ্মী। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের পরিবারের কাছে এটা যে বিরাট প্রাপ্তি, সন্দেহ নেই। বাবা রমেশবাবু কী বলছেন? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
বিশ্বকাপে প্রজ্ঞানন্দ বিশ্বের ২ নম্বর প্লেয়ার হিকারু নাকামুরা, বিশ্বের ৩ নম্বর প্লেয়ার ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। রমেশবাবু ছেলেকে নিয়ে বলেছেন, ‘প্রজ্ঞানন্দের পারফরম্যান্সে আমরা খুব খুশি। এই জায়গা পর্যন্ত পৌঁছতে হলে অনেক বাধা টপকাতে হয়।’ বাকুতে চলছে বিশ্বকাপ। রোজ ছেলের সঙ্গে একবার ফোনে কথা বলেন বাবা রমেশবাবু। ‘ওর মা সঙ্গেই গিয়েছে বাকুতে। আমি রোজ ওর সঙ্গে ফোনে একবার করে কথা বলি। আমি ওর খেলায় কখনও নাক গলাই না। কী ভাবে খেলা উচিত, সে সব নিয়ে কোনও দিন কথা বলি না। বিশ্বাস করি, এটা ওর কোচের কাজ। ও সারাদিন কী করল, কেমন কাটাল, সেই সব কথাই ছেলের সঙ্গে হয়। তবে ও কিন্তু এর আগেও কার্লসেনকে হারিয়েছে। সেটা ওকে নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাসী রাখবে। সেই মতোই প্রস্তুতি নেবে।’
ইতিহাস তৈরি করার পরও প্রজ্ঞানন্দ নিরুত্তাপ। যে ছন্দে ফাইনালে উঠেছে, দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কিন্তু ১৮ বছরের চেন্নাইয়ের ছেলে কার্লসেনের বিরুদ্ধে ফাইনাল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবার প্রজ্ঞানন্দ বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে যে ম্যাগনাস কার্লসেনের সঙ্গে খেলতে হবে আমাকে, এটা ভাবিনি। কারণ, ওর সঙ্গে একমাত্র ফাইনালেই দেখা হতে পারত। সত্যিই বলতে কী, আমি ভাবিইনি যে ফাইনালে উঠব।’