HS Prannoy Lakshya Sen : বিশ্ব ব্যাডমিন্টনের শেষ আটে প্রণয়, পদকের আশা শেষ লক্ষ্যের

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Apr 22, 2024 | 4:16 PM

World Badminton Championship : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য ভালো মন্দ মিশিয়ে কেটেছে বৃহস্পতিবার দিনটি।

HS Prannoy Lakshya Sen : বিশ্ব ব্যাডমিন্টনের শেষ আটে প্রণয়, পদকের আশা শেষ লক্ষ্যের
হেরে গেলেন লক্ষ্য সেন

Follow Us

কলকাতা : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (World Badminton Championship) বৃহস্পতিবার দিনটি ভালোমন্দ মিশিয়ে কাটল ভারতীয়দের। পুরুষদের সিঙ্গলস ও ডাবলসের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন ভারতীয় শাটলাররা। ছেলেদের ডাবলসে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পা রেখেছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুরন্ত ছন্দে থাকা এইচএস প্রণয় (HS Prannoy)। ব়্যাঙ্কিংয়ে দেশের এই শীর্ষ শাটলার চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও ভালো ফর্মে প্রণয়। তবে সা-চি জুটি ও প্রণয়ের জয়ের দিন পদকের আশা শেষ হয়ে গেল লক্ষ্য সেনের (Lakshya Sen)। ২২ বছরের লক্ষ্য ছিটকে গেলেন প্রি কোয়ার্টার ফাইনাল থেকে। ২০ বছর বয়সে কেরিয়ারের প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পদক জেতেন লক্ষ্য। এ বার হতাশ করলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রি কোয়ার্টারে এইচএস প্রণয় হারিয়ে দিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিয়ান ইউকে। ২১-১৮ ব্য়বধানে প্রথম গেম জিতে ম্যাচ শুরু করেছিলেন প্রণয়। ১৫-২১ ব্যবধানে দ্বিতীয় গেমে পিছিয়ে পড়েন। ২১-১৯ ব্যবধানে তৃতীয় সেট জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণয়। পরের রাউন্ডে প্রণয়ের সামনে আরও কঠিন প্রতিপক্ষ। তাঁর প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর শাটলার ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসন। যিনি চিনের চৌ টিয়ান চেনকে হারিয়ে শেষ আটে পা রেখেছেন। একইদিনে লক্ষ্য সেন হেরে ছিটকে গেলেন থাইল্যান্ডের কুলনাভূত ভিদিতসারানের বিরুদ্ধে। লক্ষ্য সেন বর্তমানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১১ নম্বর শাটলার। অতীতে ব্রোঞ্জ মেডেলিস্ট লক্ষ্যের পদকের রং বদলানোর স্বপ্ন এ বারের মতো অধরা রইল।

পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ার জুটি লিও রলি কার্নান্দো-ড্যানিয়েল মার্টিনকে হারিয়ে দেন ভারতের ডাবলস জুটি সাত্বিক ও চিরাগ। মেয়েদের ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ অবশ্য হেরে গিয়েছেন। প্রথম রাউন্ডে বাই পান তৃষা-গায়ত্রী। টুর্নামেন্টের শীর্ষবাছাই চেন কিং এবং জিয়া ই জুটির বিরুদ্ধে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হেরে গিয়েছেন তাঁরা।

Next Article