R Praggnanadhaa : কার্লসেনের অভিজ্ঞতার সামনে পিছিয়ে পড়েছেন, পরাজয়ের পর প্রতিক্রিয়া প্রজ্ঞানন্দর

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Sep 20, 2024 | 11:38 AM

দ্বিতীয় টাইব্রেকারে প্রজ্ঞার সামনে ছিল মরণ বাঁচন অবস্থা। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা কার্লসেনের থাকলেও প্রজ্ঞার ছিল না।

R Praggnanadhaa : কার্লসেনের অভিজ্ঞতার সামনে পিছিয়ে পড়েছেন, পরাজয়ের পর প্রতিক্রিয়া প্রজ্ঞানন্দর

Follow Us

বাকু : দাবার জগতে আলোড়ন ফেলে দিয়েছেন ১৮ বছরের আর প্রজ্ঞানন্দ (R Praggnanadhaa)। দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে কড়া টক্কর দেন তিনি। তিনদিন ধরে চলা এই ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে দুটি ক্লাসিকাল গেম ড্রয়ে টেনে নিয়ে যান প্রজ্ঞা। তবে টাইব্রেকারে বাজিমাত করে গিয়েছেন কার্লসেন (Magnus Carlsen)। FIDE চেস ওয়ার্ল্ড কাপের ফাইনাল জিততে পারেননি ঠিকই, তবে ১৮ বছরের প্রজ্ঞানন্দা সকলের মন জিতে নিয়েছেন। দ্বিতীয় টাইব্রেকারে প্রজ্ঞার সামনে ছিল মরণ বাঁচন অবস্থা। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা কার্লসেনের থাকলেও প্রজ্ঞার ছিল না। তার উপর দীর্ঘ একমাস ধরে লাগাতার চেস খেলে আসা তরুণ দাবাড়ু ক্লান্ত হয়ে পড়েছিলেন। এসবকেই পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports – এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রজ্ঞানন্দ বলেছেন, “আমার কাছে প্রথম গেম খুব গুরুত্বপূর্ণ ছিল। সেখানেই ভুল করে ফেলেছিলাম। ভালো পজিশনে ছিলাম। সময়ের অভাবের কারণে ভুল করে ফেলি। মাস্ট উইন গেম আমাকে জিততেই হত। সেটা সহজ ছিল না মোটেও। কার্লসেনের প্রচুর অভিজ্ঞতা। এছাড়া ও এমন পরিস্থিতি আগেও দেখেছে। আরও একটু লড়াই দিতে পারতাম। কিন্তু এখানে আমি গত চার সপ্তাহ ধরে লাগাতার চেস খেলে আসছি।”

ফাইনালে হারলেও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি প্রজ্ঞানন্দ। তিনি বলেছেন, “ফাইনালে উঠে দারুণ খুশি হয়েছি। যেভাবে খেলেছি তাতে নিজেও সন্তুষ্ট। সারামাস ধরে দাবা দেখছি। বিধ্বস্ত হয়ে পড়েছি। তবে আজ নিজেকে ঠিকঠাক শেপে রাখতে চেয়েছিলাম। তবে সবসময় কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না।”

Next Article