কলকাতা : প্রতিশোধের আগুন জ্বলছিল ধিকিধিকি করে। সুদে আসলে সবটা ফিরিয়ে দেওয়ার সুযোগ খুঁজছিলেন তিনি। সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে সেই সুযোগ চলে আসে। উইম্বলডনের পর রাফায়েল নাদালের দেশের টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ ফের মুখোমুখি হন নোভাক জকোভিচের। প্রায় চার ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাঁটুর বয়সী আলকারাজকে হারিয়ে দেন। তারপর যে বন্য ভঙ্গিতে উদযাপন করলেন তাতেই বোঝা যাচ্ছিল, এমন একটা দিনের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। ২০২৩ উইম্বলডনে ২৩তম গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচকে হারিয়ে দেন আলকারাজ। এই হার শুধু জকোভিচের নিজের কাছেই নয়, টেনিস বিশ্বের কাছে অপ্রত্যাশিত ছিল। মাস খানেকের বদলা পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্লামের মালিকের। আলকারাজকে হারিয়ে জোকার প্রথমে কোর্টেই শুয়ে পড়েন। এরপর উঠে ফালাফালা করে ছিঁড়ে ফেলেন পরনের টি শার্ট। জোকারের অভিনব সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রবিবার সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে আলকারাজকে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়েছেন জকোভিচ। তৃতীয় বার সিনসিনাটি মাস্টার্স ওপেনের খেতাব জিতেছেন জকোভিচ। রেকর্ড ৩৯তম ১০০০ মাস্টার্স ট্রফি তাঁর। ২০২৩ সালের এই সিনসিনাটি মাস্টার্স জয়ের আগেই জকোভিচ পিছনে ফেলে দিয়েছিলেন রাফায়েল নাদালকে। রাফার এটিপি মাস্টার্স ১০০০ ট্রফির সংখ্যা ৩৬টি। ১৯৯০ সালে এই সিরিজ শুরু হওয়ার পর তাঁরা দু’জনই কমপক্ষে ৩০টি করে ট্রফি জিতেছেন। চলতি বছরে জকোভিচের এটি চতুর্থ খেতাব জয়। ওপেন যুগে কেন রোজওয়ালকে ছাপিয়ে সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে সিনসিনাটি চ্যাম্পিয়ন হলেন জোকার।
Forever a FIGHTER#CincyTennis | @DjokerNole pic.twitter.com/Si2ybIqrQC
— Western & Southern Open (@CincyTennis) August 21, 2023