Bajrang Punia: বিশ্ব কুস্তি মিটের ট্রায়ালে কেন নেই? বজরং পুনিয়ার কাছে জবাব চাইল SAI

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 21, 2023 | 8:26 PM

World Wrestling Championships: কেন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়া (Bajrang Punia)? টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া ভারতীয় কুস্তিগির বজরংয়ের কাছে জবাব চাইল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

Bajrang Punia: বিশ্ব কুস্তি মিটের ট্রায়ালে কেন নেই? বজরং পুনিয়ার কাছে জবাব চাইল SAI
Bajrang Punia: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল কেন এড়ালেন বজরং পুনিয়া? জবাব চাইল SAI
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আসন্ন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়াল থেকে সরে দাঁড়িয়েছেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia)। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বজরং পুনিয়ার কাছে ট্রায়ালে অংশ নেওয়ার অনুরোধ করেছে। চলতি অগস্টের ২৫ ও ২৬ তারিখ পাটিয়ালায় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের (World Wrestling Championships) ট্রায়াল হওয়ার কথা। সেখানে বজরং যদি অংশ না নেন, তা হলে তাঁকে জানানো হয়েছে তাঁর ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য বেলগ্রেডে আয়োজিত কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হত বজরংকে। কিন্তু বজরং ১৬ সেপ্টেম্বর থেকে বেলগ্রেডে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জায়গায় এ বারের এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে চান। তাই তিনি পাটিয়ালায় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশ না নিয়ে সেপ্টেম্বরে হতে চলা এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বিদেশে প্রস্তুতি নেওয়ার আবেদন জানিয়েছেন সাই-কে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার একজন কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বজরং পুনিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে যে, তিনি কেন ওয়ার্ল্ড ট্রায়াল এড়িয়ে যাচ্ছেন। ওই কর্তার কথায়, ‘বজরংয়ের কাছে আমরা জানতে চেয়েছি বিশ্ব মিটের ট্রায়াল কেন ও এড়িয়ে যাচ্ছে? ও জানিয়েছে এশিয়ান গেমস এখন ওর ফোকাস। সেই কারণে বিদেশে ট্রেনিং নেবে। তাই বিশ্ব মিটের ট্রায়ালে নামতে পারছে না। ওকে জানানো হয়েছে, বজরং যেন ২৫-২৬ অগস্ট ট্রায়ালে নামেন তারপর বিদেশে ট্রেনিংয়ের জন্য যাক। আমাদের কোনও আপত্তি নেই।’

গত, এক চার-পাঁচ বছর বজরং পুনিয়া রেসলিংয়ের সেরা মুখ। সমস্ত বড় ইভেন্টে সাফল্য রয়েছে তাঁর। এ বছর এশিয়ান গেমস, আগামী বছর প্যারিস অলিম্পিক তাঁর ফোকাস। সাই-য়ের লক্ষ্য, বজরং যেন বিশ্ব মিটে নেমে সেখান থেকেই প্যারিস অলিম্পিকের টিকিট জোগাড় করে নিতে পারেন। যদিও বজরং এই মুহূর্তে এশিয়ান গেমস ছাড়া আর কিছু ভাবছেন না।

 

Next Article