ISSF World Championship 2023 : প্যারিস অলিম্পিকের কোটা জিতলেন পঞ্জাবের শুটার সামরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 22, 2023 | 7:53 AM

চলতি শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে প্যারিস অলিম্পিকের কোটা আদায় করে নিলেন পঞ্জাবের শুটার সিফট কৌর সামরা।

ISSF World Championship 2023 : প্যারিস অলিম্পিকের কোটা জিতলেন পঞ্জাবের শুটার সামরা

Follow Us

বাকু : পঞ্জাবের শুটার সিফট কৌর সামরার বাজিমাত। ষষ্ঠ ভারতীয় শুটার হিসেবে প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2023) কোটা আদায় করে নিলেন সামরা। সোমবার মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে ওঠেন তিনি। এরইসঙ্গে আগামী বছরের অলিম্পিকের টিকিটও আদায় করে নিলেন। চলতি মাসের শুরুর দিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে নিজের পছন্দের ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন ২১ বছরের সিফট কৌর সামরা। ফাইনালে তাঁর স্কোর ছিল ৪২৯.১। এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের (ISSF World Championship 2023) মঞ্চে বাজিমাত করলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এদিন যোগ্যতা অর্জন পর্বে ৫৮৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিলেন সিফট কৌর সামরা। ‘নীলিং’-এ ১৯২ স্কোর গড়ার পর ‘প্রোন’ এবং ‘স্ট্যান্ডিং’-এর ক্রমশ ১৯৯ এবং ১৯৮ পয়েন্ট হাসিল করেন। ‘নীলিং’পর্বের পর অষ্টম স্থানে নেমে গিয়েছিলেন সিফট। বাকি দুটি পর্বে পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে পঞ্চম স্থানে শেষ করেন। পদক না এলেও অলিম্পিকের টিকিট জোগাড় করে ফেলেছেন এতেই উচ্ছ্বসিত পঞ্জাবের শুটার। এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের ঝাং কিয়োনগয়ু (৪৬৫.৩)। রুপো পান হান জিয়ায়ো (৪৬৩.৫)। ৪৫১.৯ স্কোর নিয়ে আমেরিকার সেগেন মেডালেনা তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পেয়েছেন।

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এই নিয়ে মোট তিনজন অলিম্পিক কোটা পেলেন। ১০ মিটার এয়ার রাইফেলে মেহুলি ঘোষ এবং ২৮ বছরের অখিল শেওরান ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে প্যারিসের টিকিট পেয়েছেন। গতবছরই প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন ভবনীশ মেন্ডিরাট্টা (পুরুষদের ট্র্যাপ ইভেন্ট), রুন্দ্রাংশ বালাসাহেব পাটিল (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল), স্বপ্নিল কুসালে (পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন)।

Next Article