বাকু: ইতিহাসের ঠিক একধাপ আগে দাঁড়িয়ে রয়েছেন ভারতের তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। ফিডে বিশ্বকাপ (FIDE World Cup 2023) দাবার ফাইনালে উঠে পড়েছেন তিনি। সেমিফাইনালে হারিয়েছেন বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে। টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন। আগামী বছরের ক্যান্ডিডেটসে যোগ্যতাও অর্জন করে ফেলেছেন প্রজ্ঞানন্দ। তার থেকেও বড় কথা হল, ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে খেলবেন তিনি। একটা সময় বিশ্বনাথন আনন্দেরও উত্থান ছিল এ ভাবেই। আনন্দ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। প্রজ্ঞানন্দকে দেখে উচ্ছ্বসিত ভারতের কিংবদন্তি দাবাড়ু। কী বললেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
বাকুতে বিশ্ব দাবায় শুরু থেকেই দারুণ ছন্দে প্রজ্ঞানন্দ। কোয়ার্টার ফাইনালে অর্জুন এরিগাইসিকে সাডেনডেথে ৫-৪এ হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করেছিলেন। তখনও কেউ ভাবেননি বিশ্ব দাবায় প্রজ্ঞানন্দের চমক দেখানোর আরও বাকি রয়েছে। চেন্নাইয়ের ছেলের ফাইনালে নামার আগে তাঁকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বিশ্ব দাবা মহল। ফাইনালে ওঠার পর প্রজ্ঞানন্দকে নিয়ে আনন্দ টুইট করেছেন, ‘ফাবিয়ানোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে পড়ল প্রজ্ঞা। এ বার ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি নামবে। অসাধারণ পারফরম্যান্স।’
এতেই শেষ নয়। বিশ্ব দাবা মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন প্রজ্ঞানন্দ। ১৮ বছরের তরুণকে বিস্ময়প্রতিভা বলে ধরা হচ্ছে। মেয়েদের দাবার প্রাক্তন এক নম্বর প্লেয়ার সুজ়ান পোলগারও বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় প্রতিভাকে দেখে। তাঁর কথায়, ‘বিশ্ব দাবার ফাইনালে ওঠার জন্য় অভিনন্দন প্রজ্ঞানন্দকে। এ বার ও ম্য়াগনাসের বিরুদ্ধে ফাইনাল খেলবে। বিশ্বের ২ নম্বর প্লেয়ারকে প্লে-অফে হারিয়েছে। তার আগে বিশ্বের ৩ নম্বর হিকারুকে হারিয়েছে।’
আনন্দের সাফল্য় ভারতে দাবার জনপ্রিয়তা বহুমাত্রায় বাড়িয়ে দিয়েছিল। সারা দেশে দাবাকে ঘিরে কচিকাঁচাদের মধ্যে আগ্রহ বেড়ে গিয়েছিল। সেই পথে হেঁটেই প্রজ্ঞানন্দের মতো আর এক দাবাড়ুর জন্ম হয়েছে। ম্যাগনাসকে হারিয়ে যদি বিশ্বকাপ জিততে পারেন প্রজ্ঞানন্দ, তা হলে দাবার আরও জনপ্রিয় হবে এ দেশে, এমন আশা করছেন সর্বভারতীয় দাবা ফেডারেশনের কর্তারা।