Komaki Venice ই-স্কুটারের নতুন ভার্সন হাজির, খুব কম দামে রিমুভেবল ব্যাটারি

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 10, 2023 | 9:00 AM

Venice Sport Classic মডেলের দাম 1,03,900 টাকা, যা এক চার্জে 75-100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্কুটারের হাই-স্পিড 70 kmph। Venice Sport আপগ্রেডেড মডেলের দাম 1,49,757 টাকা (এক্স-শোরুম)।

Komaki Venice ই-স্কুটারের নতুন ভার্সন হাজির, খুব কম দামে রিমুভেবল ব্যাটারি
এসে গেল কোমাকির নতুন ইলেকট্রিক স্কুটার।

Follow Us

ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Komaki তার Venice ই-স্কুটারের একটি আপগ্রেডেড ভার্সন নিয়ে হাজির হল, যার দাম শুরু হচ্ছে 1,67,500 টাকা থেকে। আগের মডেলের থেকে নতুন ভার্সনের ডিজ়াইনে সামান্য পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একাধিক সুরক্ষা বৈশিষ্ট্য, ডিট্যাচেবল LiFePO4 অ্যাপ-ভিত্তিক স্মার্ট ব্যাটারি, যা এখন ফায়ার রেজ়িস্ট্যান্ট। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে এই ব্যাটারির সেলে রয়েছে আয়রন, যার কারণে ই-স্কুটারটি আরও নিরাপদ হয়েছে। ব্যাপক পরিস্থিতিতেও আগুনে গরমেও সুরক্ষিত থাকবে ইলেকট্রিক স্কুটারটি।

এই Komaki Venice 2023 ইলেকট্রিক স্কুটারটি চার্জ হতে সময় নেবে মাত্র পাঁচ ঘণ্টা। পোর্টেবল চার্জার দেওয়া হচ্ছে, যার দ্বারা মাত্র চার ঘণ্টার মধ্যেই 0-90 শতাংশ চার্জ হয়ে যাবে ইলেকট্রিক স্কুটারটি। এখন এই মডেলটি ইক্যুইপ করা রয়েছে একটি TFT স্ক্রিনের সঙ্গে, যা অন-বোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম এবং রাইড কলিং সুবিধা দিতে পারে। আলট্রা-ব্রাইট ফুল LED লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ই-স্কুটারের 3,000 ওয়াট হাব মোটর বা 50 AMP কন্ট্রোলার, রিভার্স মোড এবং রিগেন সহযোগে তিনটি গিয়ার মোড- ইকো, স্পোর্ট এবং টার্বো।

ডিজ়াইনের দিক থেকে এই ইলেকট্রিক ভেহিকলে সুপার স্ট্রং স্টিল ফ্রেম দেওয়া হয়েছে, যা যানটিকে আরও নিরাপদ ভাবে রাস্তায় চলতে দেবে। রয়েছে ডাবল সিট, ডুয়াল ফুটরেস্ট, দুর্ধর্ষ সাসপেনশন, CBS ডাবল ডিস্ক, কিফব কিলেস এন্ট্রি এবং কন্ট্রোল, যা চালকের সামগ্রিক রাইডিং অভিজ্ঞতা চমৎকার করবে।

Venice Sport Classic মডেলের দাম 1,03,900 টাকা, যা এক চার্জে 75-100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্কুটারের হাই-স্পিড 70 kmph। Venice Sport আপগ্রেডেড মডেলের দাম 1,49,757 টাকা (এক্স-শোরুম)। এই মডেলটি এক চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এবং সর্বাধিক গতি 80 kmph। আর একটু অ্যাডভান্সড Venice Ultra Sport ই-স্কুটারের রেঞ্জ এক চার্জে 300 কিলোমিটার এবং তার সর্বাধিক গতি 80 kmph। মডেলটির এক্স-শোরুম প্রাইস 1,67,500 টাকা।

Next Article