বড় ঘোষণা করল Ola Electric। 15 অগস্ট তথা তাদের কনজ়িউমার ডে-তে সংস্থাটি MoveOS 4 আপডেট নিয়ে আসছে। চলতি বছরের শেষেই তা কাস্টমারদের ব্যবহারযোগ্য হতে পারে। এই আপডেট করে নেওয়ার ফলে Ola S1 লাইন-আপের স্কুটারগুলিতে একাধিক নতুন ফিচার পেয়ে যাবেন চালকরা। টুইটারে ওলা ইলেকট্রিকের তরফে বলা হচ্ছে, ‘আপনার মুভ পরিবর্তন করার সময় এসে গিয়েছে। কাস্টমার দিবসে আসছে MoveOS 4।’
এই লেটেস্ট আপডেটের ফলে Ola S1 রেঞ্জের স্কুটারগুলিতে সবথেকে বড় যে ফিচারটি দেখা যাবে, তা হল কনসার্ট মোড। এটি হল পার্টি মোডের একটি বর্ধিত রূপ। পার্টি মোডে মিউজ়িক চলার সঙ্গে-সঙ্গে স্কুটারের লাইটগুলি যেমন সিঙ্ক্রোনাইজ় করে, মনে করা হচ্ছে কনসার্ট মোডে লাইট ও মিউজ়িকের কো-অর্ডিনেশন একটু অন্যরকমের হবে।
পাশাপাশি এই আপডেটের মাধ্যমে ওলা ইলেকট্রিক স্কুটারের মুড অপশনগুলিও আগের থেকে আরও বাড়াতে চলেছে। সেই সঙ্গেই আবার ডিজিটাল ডিসপ্লের জন্য হোম স্ক্রিন সেটিংস আরও বিস্তৃত হতে চলেছে। এই মুহূর্তে স্কুটারটির মোট তিনটি মোড রয়েছে- লাইট, অটো এবং ডার্ক। ভবিষ্যতের আরও ভাল ব্যবহারের জন্য ওলা ইলেকট্রিক তার স্কুটারের জন্য Ola Maps ডেভেলপ করছে। ব্যাপক কার্যকর হতে চলেছে এই নেভিগেশন মোডটি। ট্রিপ প্ল্যানার হিসেবে কাজ করবে সেই নেভিগেশন মোড।
এদিকে আবার Ola Electric প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল টুইটারে একটি ছবিও প্রকাশ করেছেন। সেখানে একটি ইলেকট্রিক মোটরসাইকেলের সিলয়েট ছবি শেয়ার করেছেন ভাবিশ। বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে, ওলা ইলেকট্রিক তাদের মোটরবাইকও শীঘ্রই ভারতের বাজারে নিয়ে আসবে। সেই ইলেকট্রিক বাইকটি দেখতে অনেকটাই KTM RC সিরিজ়ের মতো। তবে সেই বাইকের ডিজ়াইন এক্কেবারে প্রাইমারি স্তরে রয়েছে। মনে করা হচ্ছে, সেটি প্রি-প্রডাকশন বা কনসেপ্ট ফেজ়ে রয়েছে।
সম্প্রতি Ola Electric তাদের Ola S1 Air স্কুটারের জন্য পারচেজ় উইন্ডো খুলেছে। এখনও পর্যন্ত এটিই ওলার সবথেকে কম দামি ইলেকট্রিক স্কুটার, যা আপনি পেয়ে যাবেন 1.09 লাখ টাকায়। তবে আগে থেকে বুকিং করে রাখলে এই দামে আপনি স্কুটারটি পাবেন। বাকিদের জন্য অতিরিক্ত 10,000 টাকা খরচ হবে।