Tork Motors ভারতে তার জনপ্রিয় একটি ইলেকট্রিক বাইকের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করে দিল। সেই নতুন ভ্যারিয়েন্টটি Tork Kratos-R ইলেকট্রিক বাইকের। অটোমেকারটি জানিয়েছে, এই লেটেস্ট ট্রিমের নাম Tork Kratos-R Urban। বেস এডিশনের থেকে এই মডেলটি আরও ভাল ব্যাটারি পারফরম্যান্স দিতে পারবে। তাই, সেই দিক থেকে দেখতে গেলে শহুরে চালকদের জন্য এই লেটেস্ট Tork Kratos-R Urban ভার্সনটি প্রতিদিনের ব্যবহারের জন্য চমৎকার হতে চলেছে। পাশাপাশি এর দামও বেশ কম।
ব্র্যান্ড-নিউ Tork Kratos-R Urban বাইকের দাম 1.67 লাখ টাকা (এক্স-শোরুম)। এক চার্জে এই ইলেকট্রিক বাইকটি এখন 100 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। স্কুটারের সর্বাধিক স্পিড 70 kmph। মঙ্গলবার, 15 অগস্ট থেকে এই ইলেকট্রিক বাইকের বিক্রিবাট্টা শুরু হয়ে যাবে। দেশের সমস্ত টর্ক এক্সপিরিয়েন্স জ়োনে এই ই-বাইক ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
টর্ক মোটরসের প্রতিষ্ঠাতা এবং সিইও কপিল শেল্কের মতে, নতুন Kratos-R Urban ট্রিম শহুরে যাতায়াতের প্রতিটি প্রয়োজন পূরণ করবে, বিশেষ করে যাঁরা “খুব কম দামের মধ্যে আপোষহীন কর্মক্ষমতা এবং পরিসর” পছন্দ করেন। এই ইউজ়ার-ফ্রেন্ডলি ইলেকট্রিক বাইকটি নিয়ে আসার পিছনে সংস্থার উদ্দেশ্য সম্পর্কে বোঝাতে গিয়ে কপিল শেল্কে বললেন, “যখন আমরা দেশের নতুন বাজারে প্রবেশ করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের উপভোক্তাদের রাইডিং স্টাইল এবং ব্যবহারের ধরনে একটি বড় বৈচিত্র্য রয়েছে।”
Kratos-R ইলেকট্রিক বাইকের মোট তিনটি রাইডিং মোড রয়েছে- ইকো, সিটি এবং স্পোর্টস। তবে আরবান ট্রিমটিতে কেবলই একটি সিটি রাইড মোড দেওয়া হয়েছে, যা প্রতিদিনের শহুরে চালকদের কথা মাথায় রেখে। ইলেকট্রিক বাইকটিতে হোম চার্জিং সেটআপও রয়েছে, যা বেস ভার্সনে ছিল না।
তবে এই আরবান ট্রিমটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা Kratos-R বাইকের ফুল সেট ফিচারগুলি ব্যবহার করতে পারবেন প্রথম 30 দিনের জন্য। ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেলেই আবার ওরিজিনাল কনফিগারেশনে ফিরে যাবে। এখন কোনও ক্রেতা যদি চিরতরে সব ফিচারগুলি পেতে চান, তাহলে তাঁকে অতিরিক্ত 20,000 টাকা খরচ করতে হবে। বাইকটি কেনার প্রথম প্রথম ছয় মাস পর্যন্ত এই অফারটি পাওয়া যাবে।
লুক এবং পাওয়ারট্রেনের দিক থেকে আরবান ট্রিমটি ওরিজিনাল ভ্যারিয়েন্টের মতো একই। তিনটি ভিন্ন সলিড অপশনে পাওয়া যাবে বাইকটি- মিডনাইট, স্ট্রিকি রেড এবং ওশিয়ানিক ব্লু। Kratos-R এর মতো আরবান ভার্সনটিও চালিত হবে অ্যক্সিয়াল ফ্লাক্স মোটর, যার পাওয়ারের জন্য রয়েছে একটি IP67 রেটেড 4.0 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। বাইকের ইলেকট্রিক মোটরটি 12.06 bhp পাওয়ার এবং 38 Nm পিক টর্ক দিতে পারে।