TVS Creon ই-স্কুটারের টিজ়ার প্রকাশ, থাকছে TFT স্ক্রিন, স্মার্টওয়াচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 17, 2023 | 5:18 PM

TVS Creon কনসেপ্টের উপরে ভিত্তি করে নির্মিত ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করতে চলেছে 23 অগস্ট। তার আগে ফের একবার এই ই-স্কুটারের নতুন টিজ়ার প্রকাশ করল ব্র্যান্ডটি। পাশাপাশি তার ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্যও জানানো হয়েছে সংস্থার তরফে।

TVS Creon ই-স্কুটারের টিজ়ার প্রকাশ, থাকছে TFT স্ক্রিন, স্মার্টওয়াচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে
ক্রিয়নের উপরে ভিত্তি করে নির্মিত এই ইলেকট্রিক স্কুটার।

Follow Us

অনেক দিন ধরেই জল্পনা চলছে TVS Motor Company একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে। যদিও প্রথম থেকে সংস্থাটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল যে, সেই TVS ইলেকট্রিক স্কুটারটি Creon কনসেপ্টের উপরে ভিত্তি করে নির্মিত হতে চলেছে। 23 অগস্ট সেই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করতে চলেছে। তার আগে ফের একবার এই ই-স্কুটারের নতুন টিজ়ার প্রকাশ করল ব্র্যান্ডটি। পাশাপাশি তার ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্যও জানানো হয়েছে সংস্থার তরফে। এখন সেই টিজ়ার থেকেই পরিষ্কার হওয়া গিয়েছে Creon বেসড ইলেকট্রিক স্কুটারটিতে TFT স্ক্রিন এবং স্মার্টওয়াচ ভিত্তিক একাধিক ফিচার্স থাকতে পারে।

লেটেস্ট টিজ়ার ভিডিয়োতে দেখা গিয়েছে, TVS ইলেকট্রিক স্কুটারে ফুল-কালার TFT ডিসপ্লে দেওয়া হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোলের পরিবর্তে। টিজ়ারে দেখা গিয়েছে এই স্কুটার সম্পর্কিত একাধিক তথ্য, যার মধ্যে ইউজ়ার ইন্টারফেসের সঙ্গে সম্পর্কযুক্ত কাস্টমাইজ়েশন অপশনও রয়েছে। এই পার্সোনালাইজ়েশন অপশনের ফলে কাস্টমারদের কাছে ইলেকট্রিক স্কুটারটি আরও জনপ্রিয় হতে চলেছে। প্রসঙ্গত, Ola S1 Pro সেগমেন্টের ইলেকট্রিক স্কুটারগুলিতে এই একই ফিচার দেখা গিয়েছে।

এদিকে TVS এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একাধিক কানেক্টেড ফিচার্সও রয়েছে, যার মধ্যে রয়েছে স্মার্টওয়াচ অ্যাক্সেস করার জন্য রিমোট অ্যাক্সেস। লকিং ও আনলকিং ফিচার তো রয়েইছে এবং তার সঙ্গেই আবার স্মার্টওয়াচের মাধ্যমে রিমোট উপায়ে বুট অ্যাক্সেস করার মতো সুবিধাও থাকছে।


তবে এই স্কুটারের ইলেকট্রিক মোটর বা তার পাওয়ার ফিগার সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাছাড়া স্কুটারের ব্যাটারি প্যাক সম্পর্কেও বাক্য খরচ করেনি সংস্থাটি। জানা যায়নি, এই টিভিএস ইলেকট্রিক স্কুটার কীরকম রেঞ্জ দিতে পারবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাড়িটির গ্লোবাল ডেবিউ হতে চলেছে। এর আগেও এই স্কুটারের আর একটি টিজ়ার ছবি প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, ই-স্কুটারের ভার্টিকালি-স্ট্যাকড্ LED হেডল্যাম্প, ঠিক যেমনটা রয়েছে Creon কনসেপ্টেও। এখন দেখার TVS এই ইলেকট্রিক স্কুটারের নাম Creon রাখে নাকি অন্য কিছু।

এখন প্রশ্ন হচ্ছে, কত দাম হতে পারে TVS ইলেকট্রিক স্কুটারটির? মনে করা হচ্ছে, iQube লাইনআপের উপরে রাখা হবে এই স্কুটারটি। এর দাম হতে পারে 1.5 লাখ টাকা থেকে 1.7 লাখ টাকার (এক্স-শোরুম এবং ভর্তুকির পরে) মধ্যে। এই TVS E-Scooter একবার লঞ্চ করে গেলে তা টক্কর দিতে পারে Ola S1 Pro, Ather 450X, Simple One এর মতো এই সেগমেন্টের একাধিক স্কুটারের সঙ্গে। মূলত, তরুণ প্রজন্মের ই-স্কুটার ভক্তদের কাছে এই TVS Creon ইলেকট্রিক স্কুটার অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে।

Next Article