Tic-Tac-Toe Game: কাটা-কুটি গেমে ‘ওস্তাদ’ এই দুই বিড়াল, আপনি চ্যালেঞ্জ নেবেন নাকি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 05, 2023 | 6:43 PM

Latest Gaming News: বিড়ালও যে এত সুন্দর 'টিক-ট্যাক-টো গেম' খেলায় ওস্তাদ, তা এই ভিডিয়োটিতেই প্রমাণ পাওয়া গিয়েছে। তবে না, কোনও খাতা-পেন বা পেজে নয়। বরং এক অভিনব পদ্ধতিতে খেলতে শিখেছে তারা।

Tic-Tac-Toe Game: কাটা-কুটি গেমে ওস্তাদ এই দুই বিড়াল, আপনি চ্যালেঞ্জ নেবেন নাকি!

Follow Us

Latest Tic-Tac-Toe Game News: ছোট বেলার সেই ‘কাটা-কুটি’ খেলার কথা মনে আছে? অনেক মানুষই এই খেলাটির সঙ্গে পরিচিত। স্কুলে ক্লাসের ফাঁকে একটু সময় পেলেই খাতা-পেন নিয়ে বসে পড়তেন বন্ধুর সঙ্গে খেলতে। ধৈর্য আর বুদ্ধি, সব কিছুরই প্রয়োজন হয়। আর সেই ধৈর্য ও বুদ্ধি দিয়ে যদি কোনও বিড়ালকে ‘কাটা-কুটি’ খেলতে দেখেন, তাহলে কি সত্যিই অবাক হবেন না? আপনার যেমন খেলার জন্য একটি সঙ্গী ছিল, ঠিক তেমনই বিড়ালটিরও কিন্তু একটি বন্ধু রয়েছে। যার সঙ্গে এই খেলা খেলছে বিড়ালটি। তবে না, কোনও খাতা-পেন বা পেজে নয়। বরং এক অভিনব পদ্ধতিতে খেলতে শিখেছে তারা। তাদের খেলা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য়। বিড়ালও যে এত সুন্দর ‘টিক-ট্যাক-টো গেম’ খেলায় ওস্তাদ, তা এই ভিডিয়োটিতেই প্রমাণ পাওয়া গিয়েছে।

দু’টি বিড়ালের ‘কাটা-কুটি’ খেলার যে পদ্ধতিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনটি রো-এ নয়টি কার্ডবোর্ডের বাক্স মেঝেতে সাজানো হয়েছে। আর তার মধ্যেই ঢুকে ঢুকে খেলা করছে ‘মিয়া’ আর ‘জেরি’ নামের দু’টি বিড়াল। না যেমন তেমনভাবে নয়, তারা কিন্তু খেলাটা বেশ ভালভাবেই রপ্ত করেছে। মিয়ার জন্য ‘x’ আর জেরির জন্য ‘0’। তারা জানে কাকে কোন বক্সটিতে ঢুকতে হবে, তবেই তারা জিতবে। সবথেকে অবাক ব্যপার হল, কেউ কাউকে জিততে দিতে নারাজ। আর সেই মতোই মিয়া আর জেরির মধ্য়ে খেলাটা ড্র হল। দেখেছেন আগে এমন করে বিড়ালদের টিক-ট্যাক-টো গেম খেলতে? সম্ভবত না। তবে ভিডিয়োয় বিড়াল দু’টির এমন কাটা-কুটি খেলা দেখলে মজবেন আপনিও।

এই মজাদার ভিডিয়োটি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাদের কাটা-কুটি খেলার এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন তাদের এমন খেলা দেখে। কেউ বলেছেন, “আমিও এত ভালভাবে খেলতে পারতাম না মনে হয়।” অন্য এক ব্যক্তি বলেছেন, “ওরাও কী সুন্দর খেলতে শিখেছে, তা দেখে চোখ কপালে উঠল।”

Next Article