Online Gaming Rule: টাকা লাগিয়ে অনলাইনে গেম খেলছেন? ভারতে নিষিদ্ধ হওয়ার পথে বেশ কয়েকটি অ্যাপ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 08, 2023 | 3:48 PM

MeitY’s Online Gaming Rules: ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর নতুন নিয়ম ঘোষণা করেছেন। নতুন গেমিং নিয়মে অনলাইন জুয়া এবং বাজি জাতীয় যে কোনও গেম নিষিদ্ধ করেছে।

Online Gaming Rule: টাকা লাগিয়ে অনলাইনে গেম খেলছেন? ভারতে নিষিদ্ধ হওয়ার পথে বেশ কয়েকটি অ্যাপ

Follow Us

New Online Gaming rules: বর্তমানে অনলাইন গেমে আসক্ত বহু মানুষই। অবসর সময়ে অনেকেই গেমের মাধ্যমে আনন্দ খুঁজে পান। তার উপর এখন আবার এমন অনেক গেম রয়েছে, যেগুলিতে কোনও নির্দিষ্ট খেলার উপর আপনি টাকা ঢালতে পারবেন। এক কথায় বেটিং প্ল্যাটফর্ম। খেলার ফলাফলের উপর নির্ভর করবে আপনি সেই টাকা খোয়াবেন, নাকি অতিরিক্ত অর্থ আপনার পকেটে ঢুকবে। আর সেই সব অনলাইন গেমিংকে কেন্দ্র করে প্রতিনিয়ত কোনও না কোনও নিয়ম আনছে সরকার। সম্প্রতি অনলাইন গেমিংয়ের জন্য নতুন নিয়ম প্রকাশ করেছে ভারত সরকার। ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর নতুন নিয়ম ঘোষণা করেছেন। নতুন গেমিং নিয়মে অনলাইন জুয়া এবং বাজি জাতীয় যে কোনও গেম নিষিদ্ধ করেছে। একই সময়ে এই নিয়ম অনুসারে, সমস্ত অনলাইন গেম Self-Regulatory Organization (SRO) দ্বারা নির্ধারিত হবে।

নতুন নিয়মগুলি কী-কী?

কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, জুয়া বা বাজি জাতীয় অনলাইন গেমগুলি নতুন ‘অনলাইন গেমিং নিয়মে’র আওতায় আসবে। তিনি আরও বলেন, “আমরা একটি কাঠামো নিয়ে কাজ করছি, তাতে সমস্ত অনলাইন গেম SRO দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ, SRO নির্ধারণ করবে গেমটিতে জুয়া আছে কি না।”

Self-Regulatory Organization (SRO) কীভাবে কাজ করে?

প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, SRO হল একটি নিয়ন্ত্রক সংস্থা। যার কাজ যে কোনও অনলাইন গেমকে পর্যবেক্ষণ করা। যদি SRO-র মনে হয় যে, সেই গেমে কোনও প্রকার জুয়া জাতীয় উপাদান রয়েছে, তাহলে সেই গেমকে কখনই বাতিল করা হবে। অর্থাৎ, বর্তমানে যে কোনও অনলাইন গেমিং অ্যাপের জন্য SRO-এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

গেমিং ফেডারেশন এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে:

খবর অনুযায়ী, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন অনলাইন গেমিংয়ের নতুন নিয়মকে স্বাগত জানিয়েছে। ফেডারেশনের সিইও রোল্যান্ড ল্যান্ডার্স অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য সরকারের পদক্ষেপকে যথার্থ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই নিয়মটার অনেকদিন ধরেই প্রয়োজন ছিল। তবে এবার আসায় যথাযথ হয়েছে।”

Next Article