Road To Valor Empires গেমটি ভারতে লঞ্চ করেছে। আর সেই গেম ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে UniPin-কে। দক্ষিণপূর্ব এশিয়ার জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট কোম্পানি UniPin-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গিয়েছে গেমের ডেভেলপার সংস্থা Krafton। এই পার্টনারশিপের ফলে নতুন স্ট্র্যাটেজি গেমের প্লেয়াররা অত্যন্ত সুষ্ঠু ভাবে ট্রানজ়াকশনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এখন Road To Valor Empires গেমের অফিসিয়াল ডিস্ট্রিবিউশন পার্টনার UniPin হওয়ার ফলে প্লেয়ারদের ইন-গেম প্যাক পারচেজ় করা থেকে শুরু করে এক্সক্লুসিভ রিওয়ার্ডস, ডিসকাউন্ট ইত্যাদির সব কিছুই প্লেয়াররা ওই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন।
Krafton এবং UniPin-এর এই পার্টনারশিপ গেমারদের সিমলেস গেম টপ-আপ ব্যবহার করতে দেবে। কাস্টমাররা সেগুলি অনলাইন এবং অফলাইনে দুই জায়গা থেকেই কিনতে পারবেন। ফলে, গেমারদের জন্য ইন-গেম প্যাকগুলি ক্রয় করাও এক্কেবারে ঝক্কিহীন হয়ে যাবে। এই পার্টনারশিপের লক্ষ্য হল Road to Valor: Empire প্লেয়ারদের জন্য গেমপ্লে অভিজ্ঞতা উন্নত করা এবং গেমিং কমিউনিটিকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ অর্থপ্রদানের অভিজ্ঞতা দেওয়া।
Krafton এবং UniPin-এর এই কোলাবরেশনের আর একটি বড় দিক হল দক্ষিণ এশিয়ায় গেম টপআপের জন্য ওমনিচ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপ করা। বিশ্বের এই প্রান্তে মোবাইল গেমের বিরাট মার্কেট রয়েছে। আর সেই মার্কেটের কথা মাথায় রেখেই এই পার্টনারশিপে অগ্রসর হয়েছে দুই সংস্থাই। UniPin একদিকে যেমন সিমলেস গেম টপ-আপের দিক থেকে সুবিধাজনক, তেমনই আবার Krafton গেমিং সেক্টরে নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে দীর্ঘ দিন ধরে। এই দুই সংস্থার মেলবন্ধন গেমারদের অনব্য অভিজ্ঞতা দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
Road To Valor Empires গেমটি ইতিমধ্যেই ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা খেলতে পারছেন। গেমের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব পেজে এই গেম সম্পর্কে এবং তার পুরস্কারগুলি সম্পর্কে অনেক কিছুই বর্ণনা করা হয়েছে।