ডিজিটাল যুগে হ্যাকিং, কেলেঙ্কারি, প্রতারণা, ব্ল্যাকমেইলিং ইত্যাদির বিভিন্ন খবর প্রায় প্রতিদিনই সামনে আসে। আর তাছাড়া এই ডিজিটাল যুগে সবকিছুই সম্ভব। খুব সহজেই স্মার্টফোন হ্যাককরে নিতে পারে হ্যাকাররা। অর্থাৎ আপনার ফোনের ব্যক্তিগত ডেটা মুহূর্তের মধ্যে তাদের কাছে চলে যেতে পারে। এমনকি আপনি কার সঙ্গে কী কথা বলছেন, তাও জেনে যেতে পারে তারা। আর তারা এই কাজ খুব সহজেই করে নিতে পারে, আপনার ফোনটিকে হ্যাক করে। আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানানো হবে, যাতে আপনি এই সব হ্যাকিং থেকে নিজেকে বাঁচাতে পারবেন।। অনেকে ফোনের বেশিরভাগই এই সেটিংটি চালু রাখে। আর এতেই নেমে আসে আসল বিপদ।
আপনাকে যে সেটিংটির কথা জানানো হবে, তা হল- মাইক্রোফোন অ্যাক্সেস। আজকাল প্রতিটি অ্যাপ ফোনের মাইক্রোফোন অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করে। আপনি যখন ফোনে থার্ড পার্টি অ্যাপস রাখেন, তখন বিপদ আরও বেড়ে যায়। আর যদি কোনও ভুয়ো অ্যাপ হয়, সেক্ষেত্রে সেই অ্যাপ গোপনে আপনার ভয়েস বা কথোপকথন শুনতে পারে। আর আপনার ডেটা ফাঁস করতে পারে। অনেক সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আপনি যে জিনিসটি নিয়ে কথা বলছেন, মোবাইলে তার বিজ্ঞাপন আসতে শুরু করে। এর কারণ হল ফোনের ভয়েস অ্যাসিসটেন্ট অন থাকে। ফলে মাইক্রোফোনে তা নিজে থেকেই রেকর্ড হয়। ফলে আপনার ফোনটি হ্যাক হয়ে থাকলে সে সমস্ত কিছু জেনে যাচ্ছে।
এর জন্য আপনাকে বিশেষ কিছু বিষয়ে নজর রাখতে হবে। অপ্রয়োজনীয়ভাবে কোনও অ্যাপকে কোনও অনুমতি দেবেন না। কারণ এটা থেকে ডেটা ফাঁস হতে পারে। এই ডিজিটাল যুগে প্রতিটি অপশন জেনে বুঝে সিলেক্ট করুন এবং না পড়ে কিছু বেছে নেবেন না। ফোনে শুধুমাত্র বিশ্বস্ত ও চেনা অ্যাপস রাখুন এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে যতটা সম্ভব দূরে থাকুন।