সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া অনেকে ভাবতেই পারেন না। সকাল হলেই হোয়াটসঅ্যাপ মেসেজে ভরে যায়। কেউ গুড মর্নিং মেসেজ পাঠায় আবার অফিসের কোনও গ্রুপে মেসেজ আসতেই থাকে। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত কাজ, সবেতেই হোয়াটসঅ্যাপ জীবনের একটি অনন্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিন, কোটি কোটি মানুষ একে অপরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। আপনি কি জানেন আপনার ব্যক্তিগত চ্যাটে আপনি কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন? আপনার মনে হতে পারে, আপনি সারাদিনে অনেকের সঙ্গেই কথা বলেন। কিন্তু হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আছে, যার সাহায্যে আপনি জেনে যেতে পারবেন দিনে সবথেকে বেশি কার সঙ্গে হোয়াটসঅ্যাপে সময় কাটান?
অতিরিক্ত কোনও অ্যাপের প্রয়োজন নেই:
এমন সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনেকেই তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করে নেনে। সেক্ষেত্রে ফোনের স্টোরেজ যেমন ভর্তি হয়, তেমন ব্যবহার করাও বেশ সময় সাপেক্ষ। তবে আপনাকে যে টিপস জানানো হবে, তার জন্য কোনও তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনার ফোনের সেটিংসে গিয়েই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক।
এই পদক্ষেপগুলি অনুসরণ করুন: