iPhone Explode: পকেটের মধ্যেই ফেটে গেল iPhone, ভেঙে গেল মাঝ বরাবর; চমকে দেবে এই ছবি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 20, 2023 | 1:33 PM

iPhone Explode News: উত্তরপ্রদেশের আলিগড়ে এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে একজন ব্যবসায়ীর প্যান্টের পকেটে একটি আইফোন পুড়ে গিয়েছে বলে অভিযোগ। এটি কোন সিরিজের আইফোন তা জানা যায়নি।

iPhone Explode: পকেটের মধ্যেই ফেটে গেল iPhone, ভেঙে গেল মাঝ বরাবর; চমকে দেবে এই ছবি

Follow Us

স্মার্টফোন বিস্ফোরণের অনেক ঘটনা প্রায়ই সামনে আসছে। বেশির ভাগ ঘটনাই ঘটেছে কম দামের অ্যান্ড্রয়েড ফোনে। কিন্তু এবার তা আইফোনের মতো দামী ফোনে। উত্তরপ্রদেশের আলিগড়ে এমনই একটি ঘটনা ঘটেছে। যেখানে একজন ব্যবসায়ীর প্যান্টের পকেটে একটি আইফোন পুড়ে গিয়েছে বলে অভিযোগ। এটি কোন সিরিজের আইফোন তা জানা যায়নি। বাড়ির বাইরে বসে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। TOI রিপোর্ট অনুসারে, আলিগড়ের 47 বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রেম রাজ সিং বলেছেন যে, ফোনটি তার পকেটে থাকা অবস্থায় আগুন ধরে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রথমে বুঝতে পারেন, ফোনটি গরম হচ্ছে এবং তখনই ফোন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে প্রেম রাজের বুড়ো আঙুল পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, “আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করে আনলাম এবং তা বিকট শব্দ করে দুই টুকরো হয়ে গেল।”

সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেম রাজ সিং বলেছেন “এটি একটি অ্যাপল আইফোন। কিন্তু মডেল নম্বর খুঁজে পাওয়া যায়নি। শেয়ার করা ছবি থেকে মনে হচ্ছে এটি পুরনো iPhone 8 বা iPhone 7 হতে পারে।” তিনি আরও জানান যে, তিনি গত 10 বছর ধরে আইফোন ব্যবহার করছেন। কিন্তু এই ঘটনার পরে, তিনি কোম্পানির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ফোনটি তার চোখের সামনে দু’টি ভাগ হয়ে যায়। সামনের এবং পিছনের প্যানেলগুলি আলাদা করা হয়েছে। ছবিতে দেখা যায় আইফোন সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

মহুয়া খেদা থানায় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রেম রাজ সিং। প্রতিবেদনে বলা হয়, ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। যে সব ঘটনা সামনে এসেছে, তার বেশির ভাগই খারাপ ব্যাটারি ও শর্ট সার্কিটের কারণে হয়েছে।

এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে, তাই আগে থাকতে সচেতন হোন। বিশেষ কিছু বিষয়ে খেয়াল রাখলেই আর এই ধরনে বিপদে আপনাকে পড়তে হবে না। এই যেমন, ফোনটি অতিরিক্ত চার্জ করবেন না। যদি মনে হয় ফোন গরম হয়ে যাচ্ছে, তাহলে কিছুক্ষণের জন্য তা ব্যবহার করবেন না।

Next Article