আজকাল বেশিরভাগ কাজই অনলাইনে হয়ে যাচ্ছে, তাতে কাজ সহজ হয়ে গেলেও বিভিন্ন রকমের কেলেঙ্কারি বেড়েই চলেছে। অনলাইনে শপিং থেকে শুরু করে ট্রেনের টিকিট বুক, বিদ্যুৎ বিল জমা দেওয়া সবই স্মার্টফোনেই হচ্ছে। ফলে স্ক্যামারদের নজর আপনার হাতের স্মার্টফোনটির দিকেই আছে। তাছাড়াও স্মার্টফোন খুব সহজেই হ্যাক করা যায়। এতে আপনার ফোনের সমস্ত তথ্য নিমেষে তাদের কাছে পৌঁছিয়ে যায়। কিন্তু বর্তমানে স্ক্যামারদের নজর পড়েছে বিদ্যুৎ বিল জমা দেওয়ার পদ্ধতিতে। আপনি কি এমন কোনও মেসেজ পেয়েছেন, যাতে লেখা বিদ্যুৎ বিল না দিলে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে? আপনি যদি বার্তাটি পেয়ে থাকেন তবে এখনই সাবধান হোন। এটি একটি নতুন কেলেঙ্কারি চলছে, যার ফাঁদে পড়েছে বহু মানুষ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে হচ্ছে এই স্ক্যাম।
বিদ্যুৎ বিল কেলেঙ্কারি কী?
পশ্চিম গোদাবরী জেলার এক ব্যক্তি এই কেলেঙ্কারির শিকার হয়েছেন। রামকৃষ্ণম রাজু নামে এই বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিমেষে 1.85 লক্ষ টাকা গায়েব হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রামকৃষ্ণম রাজু একটি অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ পান। যেখানে লেখা ছিল তার ফেব্রুয়ারির বিদ্যুতের বিল জমা দেওয়া বাকি আছে। রাজু ভেবেছিলেন, এই মেসেজটি বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে, তাই তিনি সেই লিংকে ক্লিক করেন। তার তারপরেই ঘটে যায় অঘটন।
ক্লিক করার পরে, একটি ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হয়েছিল। এখানে পেমেন্ট করার অপশন এসেছে। পেমেন্টের পর পেমেন্ট রসিদ পাওয়া যায় না সেই সব লিঙ্কে। রশিদ না পেয়ে যে নম্বর থেকে মেসেজ এসেছিল সেই নম্বরেই ফোন করেন তিনি। স্ক্যামার কলটি তুলেছিল এবং অ্যাপটি ডাউনলোড করতে বলেছিল। একটি রসিদ দেওয়ার পরিবর্তে, প্রতারক একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। আর তাতেই ফোনে থাকা ব্যাঙ্কের বিবরণ চুরি করে নেয় স্ক্যামাররা। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে 1.85 লাখ টাকা তুলে নেওয়া হয়। তারপরেই ব্যাঙ্কের তরফে মেসেজ চলে আসে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে গিয়েছে।
কীভাবে নিরাপদ থাকতে হবে?
আপনার সঙ্গেও এমন ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে। কিছু বিশেষ বিষয়ে নজর রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে আপনি কী করবেন। পুলিশও মানুষকে সচেতন করছেন। তাই কোনও অজানা নম্বর থেকে মেসেজ এলে অবাঞ্ছিত লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। কারণ এই লিঙ্কগুলির উদ্দেশ্য হল আপনার ব্যাঙ্কের বিবরণ চুরি করা। এমনকী যদি কোনও অচেনা নম্বর থেকে ফোন আসে আপনার কাছে, আর তাতে এমন কিছু বলা হয় যে, আপনি ইলেকট্রিক বিল জমা দেননি। তাহলে এই সব কথায় বিশ্বাস করবেন না। প্রয়োজনে সরাসরি ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করুন।
কোথায় কীভাবে যোগাযোগ করবেন?
আপনি চাইলে CESC-এর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (8585079399 এবং 8585079400) জানাতে পারেন।
এছাড়া আপনার এলাকায় যদি WBSE-এর লাইন হয়, তাহলে 19121 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।