WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠাবেন কীভাবে, জেনে নিন সহজ পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 23, 2023 | 4:27 PM

এখন আপনি চাইলে HD কোয়ালিটির ছবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। বাই-ডিফল্ট আপনার জন্য HD কোয়ালিটির ছবি পাঠানো খুব ভাল অপশন হতে পারে। এই অপশন সিলেক্ট করে রাখলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, সেরকমই HD ছবি আপনার কাছে আসবেও।

WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠাবেন কীভাবে, জেনে নিন সহজ পদ্ধতি
প্রতীকী ছবি।

Follow Us

বন্ধুদের সঙ্গে যখনই মেসেজিং বা ভিডিয়ো কলিংয়ের কথা ওঠে, প্রথমেই WhatsApp এর নাম আসে আমাদের মাথায়। এই মুহূর্তে বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির প্রায় 2 বিলিয়ন ব্যবহারকারী আছে। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কেবল মাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি পাঠানো যেত। এখন আপনি চাইলে HD কোয়ালিটির ছবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। বাই-ডিফল্ট আপনার জন্য HD কোয়ালিটির ছবি পাঠানো খুব ভাল অপশন হতে পারে। এই অপশন সিলেক্ট করে রাখলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, সেরকমই HD ছবি আপনার কাছে আসবেও।

WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠানোর আগে মাথায় রাখতে হবে –

* কেবল হাই-রেজ়োলিউশন ছবিই পাঠাতে পারবেন HD কোয়ালিটিতে।

* হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ থেকে ফিচারটি এখনই ব্যবহার করা যাবে না।

* ফটোর রেজ়োলিউশন একই থাকছে। তবে সেই ছবিই সামান্য কিছুটা কম্প্রেসড হয়ে যাবে।

* যে HD ছবিগুলি আপনার কাছে আসবে, সেগুলিকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠানোর আরও একটি অপশন আগেই ছিল। ডকুমেন্ট হিসেবেও হাই-ডেফিনিশন ছবি পাঠানো যেত। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য এমন কোনও সুবিধা ছিল না। এখন আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপে সরাসরি HD ছবি পাঠাতে পারবেন। এখানে HD কোয়ালিটিতে 3024 x 4032 রেজ়োলিউশনের ছবি পাঠানো যাবে, যা আগের স্ট্যান্ডার্ড 920 x 1280 ইমেজ রেজ়োলিউশনের থেকে অনেকটাই বেশি।

WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠাবেন কীভাবে

1) প্রথমে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট ওপেন করুন।

2) ফোনের নীচের দিকে একটা অ্যাড অ্যাটাচমেন্ট আইকন দেখতে পাবেন। আইফোনের ক্ষেত্রে সেখানে লেখা থাকবে, + আইকন।

3) এবার গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি অ্যাপে ইতিমধ্যেই থাকা একটি ছবি সিলেক্ট করে পাঠিয়ে দিন। তার জন্য আপনাকে ফটোজ় আইকনটি ট্যাপ করতে হবে।

4) সবকটা ছবি সিলেক্ট করুন, যেগুলি আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে শেয়ার করতে চান।

5) আপনি এবার একটি নতুন HD আইকন দেখতে পাবেন স্ক্রিনের উপরের দিকের এক্কেবারে মাঝখানে। HD কোয়ালিটিতে ছবি পাঠাতে HD আইকনটি বেছে নিন।

6) এখানে আপনি স্ট্যান্ডার্ড ও HD কোয়ালিটির দুটি অপশন দেখতে পাবেন। পছন্দসই কোয়ালিটি বেছে নিয়ে Done অপশনে ট্যাপ করুন।

7) আপনি যদি HD কোয়ালিটি বেছে নেন, তাহলে সিলেক্ট করা ছবির উপরে Photo Set to HD Quality পপআপ দেখতে পাবেন।

8) এবার Send বাটনে ট্যাপ করুন, সাধারণত যেমনটা আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর ক্ষেত্রে করে থাকেন।

Next Article