Smartphone Tips: ফোনের কভারে টাকা রাখেন? আজই বের করুন, নাহলে কী হতে পারে দেখুন একবার!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 18, 2023 | 12:58 PM

Smartphone Safety Tips: ফোনের কভার মোটা এবং এতে টাকা রাখলে ওয়্যারলেস চার্জিংয়েও সমস্যা হতে পারে। ফোনের কভারে নোট বা কোনও কাগজ রাখলে মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যাও হতে পারে।

Smartphone Tips: ফোনের কভারে টাকা রাখেন? আজই বের করুন, নাহলে কী হতে পারে দেখুন একবার!

Follow Us

অনেকেই স্মার্টফোন কভারের মধ্যে টাকা রেখে দেন। যদিও এর বেশ অনেকগুলো কারণও রয়েছে। বৃষ্টিতে ভিজে যাওয়ার ব্যাপার নেই। কখনও আবার টাকা নিয়ে না বেরলে, সেই টাকা কাজে লেগে যায়। আপনিও যদি আপনার ফোনের কভারে টাকা বা কোনো কাগজ রাখেন, তাহলে এখনই সাবধান হোন। নাহলে আপনার সঙ্গে এমন একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে, যা আপনি বুঝতেও পারবেন না। এতে আপনার মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে। এর আগে এমন অনেকের সঙ্গেই এই ঘচনা ঘটেছে। অতীতে আসা রিপোর্ট অনুযায়ী, মোবাইল ফোনে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। আপনার মনে হতে পারে, আপনি অনেক বেশি টাকা রাখেননি। সামান্য একটি 10 টাকার নোট রেখেছেন, তাতে আর এমন কী হবে। কিন্তু তাতেই ঘটে যেতে এক বিরাট বড় অঘটন। চলুন জেনে নেওয়া যাক ফোনে টাকা রাখলে কী-কী সমস্যা হতে পারে এবং এর ফলে কতটা ক্ষতি হতে পারে।

ফোনের কভারে নোট রাখলে বিস্ফোরণ ঘটতে পারে:

ফোনে বিস্ফোরণের পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি হল ফোনের কভারে নোট রাখা। আপনি প্রায়ই দেখেছেন যে, বেশিক্ষণ ব্যবহার করলে ফোন গরম হতে শুরু করে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হল ফোনে নোট রাখা বা ফোনে মোটা কভার লাগানো।

কিন্তু কেন এমন হয়?

একটানা ফোন ব্যবহার করলে ফোন গরম হতে থাকে। ফোনের কভারে রাখা টাকা বা কভারের কারণে এটি ঠান্ডা হওয়ার জায়গা পায় না, যার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং বিস্ফোরিতও হতে পারে।

ফোনের কভার মোটা এবং এতে টাকা রাখলে ওয়্যারলেস চার্জিংয়েও সমস্যা হতে পারে। ফোনের কভারে নোট বা কোনও কাগজ রাখলে মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যাও হতে পারে। চার্জ করার সময় ফোন ব্যবহার করলেও ফোনে বিস্ফোরণ ঘটে, তাই তা এড়িয়ে চলাই ভাল।

Next Article