Uber India তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। বর্তমানে যাতায়াতের জন্য এমন ধরনের অনেক অ্যাপ ক্যাব চালু হয়েছে। আর তার ফলেই প্রতিযোগিতায় সামিল হতেই একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা। সেই মতোই Uber ভারতে একটি নতুন ফিচার চালু করেছে, যাতে আপনি এবার থেকে অনেক ছাড় পাবেন। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার সময় ভাড়া ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এই ফিচারটির নাম ‘গ্রুপ রাইড’। এই ফিচারে তিন বন্ধু একটি গন্তব্যের জন্য Uber ক্যাব বুক করতে পারবেন। তবে তাদের গন্তব্য একই হতে হবে। Uber দাবি করেছে, ব্যবহারকারীরা গ্রুপ রাইড বেছে নিলে 30% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচার সম্পর্কে।
Uber গ্রুপ রাইডস ফিচার:
আপনি যদি একই গন্তব্যে যান, আর তার জন্য একটি ক্যাব বুক করেন, তবে তাতে অনেক অফার পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে গন্তব্য একই থাকতে হবে। পিকআপ ভিন্ন হলেও এই ফিচারটি কাজে আসতে পারে। কিন্তু কীভাবে? আপনি মেসেজিং অ্যাপ ব্যবহার করে বন্ধুদের সঙ্গে গ্রুপ রাইডের বিবরণ শেয়ার করতে পারেন। একবার গ্রুপ রাইড ফিচার শুরু হলে, বন্ধুটি তার পিক-আপ লোকেশনে আসে দাঁড়ালেই তার কাছে পোঁছে যাবে ক্যাব।
কীভাবে একটি গ্রুপ রাইড বুক করবেন?