এক টাকাও খরচ না করে দেখুন Amazon Prime-এর সমস্ত সিনেমা-সিরিজ়, দেখে নিন উপায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 20, 2023 | 6:15 PM

Amazon Prime Video For Free: আপনাকে এমন একটি দুর্দান্ত উপায় বলা হবে, যাতে আপনি কোনও রিচার্জ প্ল্যান বা অ্যামাজন প্রাইম প্ল্যান ছাড়াই বিনামূল্যে প্রাইম ভিডিয়ো দেখতে পারবেন। তাও আবার এক মাসের জন্য। কিন্তু কীভাবে?

এক টাকাও খরচ না করে দেখুন Amazon Prime-এর সমস্ত সিনেমা-সিরিজ়, দেখে নিন উপায়

Follow Us

OTT প্ল্যাটফর্ম নিজের পছন্দ মতো সিনেমা, ওয়েব সিরিজ দেখতে চান? কিন্তু খরচের কথা ভেবে রিচার্জ করছেন না? তবে আপনি চাইলেই কোনও রিচার্জ ছাড়াও Amazon Prime ব্যবহার করতে পারবেন। আজ আপনাকে এমন একটি দুর্দান্ত উপায় বলা হবে, যাতে আপনি কোনও রিচার্জ প্ল্যান বা অ্যামাজন প্রাইম প্ল্যান ছাড়াই বিনামূল্যে প্রাইম ভিডিয়ো দেখতে পারবেন। তাও আবার এক মাসের জন্য। কিন্তু কীভাবে? তার জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে। তাহলেই বিনামূল্যে 30 দিনের জন্য প্রাইম ভিডিয়োর সুবিধা পেয়ে যাবেন।

আপনি কি জানেন বিনামূল্যে অ্যামাজন প্রাইম ভিডিয়ো দেখার সুযোগ অ্যামাজন নিজেই প্রত্যেক গ্রাহককে দেয়? যদি আপনার উত্তর না হয়, তাহলে আপনি এই বিষয়ে জেনে নিন। প্রত্যেক গ্রাহক অ্যামাজন থেকে 30 দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল পান। 30 দিনের এই ট্রায়ালের জন্য, কোম্পানি কোনও চার্জ নেয় না। তবে এর জন্য কিছু পদক্ষেপ রয়েছে, তা আপনাকে মেনে চলতে হবে। বিনামূল্যে ট্রায়ালের জন্য কি করতে হবে, চলুন জেনে নেওয়া যাক।

  • প্রথমে আপনাকে গুগলে অ্যামাজন প্রাইম ভিডিয়ো লিখে সার্চ করতে হবে এবং কোম্পানির অফিসিয়াল সাইট https://www.primevideo.com/-এ যেতে হবে।
  • অফিসিয়াল সাইটে যাওয়ার পরে, আপনি উপরের ডানদিকে ট্রাই ফর ফ্রি অপশনটি দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করুন।
  • ট্রাই ফোর ফ্রি অপশনে ট্যাপ করার পরে, আপনার যদি ইতিমধ্যেই অ্যামাজনে একটি অ্যাকাউন্ট থাকে তবে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

আপনি শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে নয় মোবাইল অ্যাপের মাধ্যমেও বিনামূল্যে ট্রায়ালের জন্য আবেদন করতে পারেন। অ্যামাজন ফ্রি ট্রায়ালের জন্য আবেদন করার সময়, আপনাকে এক ধাপে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা 1 বা 2 টাকা দিতে হবে। তবে এই টাকা পরে আপনার কার্ডে ফেরত দেওয়া হবে।

Next Article