Google-এ কোনও ওয়েবসাইটের URL-এর শুরুতে ‘লক’ চিহ্ন নিশ্চয়ই দেখেছেন, কেন থাকে জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 18, 2023 | 4:27 PM

Lock symbol In Google Search: প্রতিদিন আপনি কোনও না কোনও কাজের জন্য Google-এ সার্চ করেন। কিন্তু আপনি কি কখনও খেয়াল করেছেন, যে গুগলে কিছু সার্চ করার পর কেন সার্চ আইকনে লক আইকন দেখা যায়? এই বিষয়ে অনেক মানুষই জানেন না।

Google-এ কোনও ওয়েবসাইটের URL-এর শুরুতে লক চিহ্ন নিশ্চয়ই দেখেছেন, কেন থাকে জানেন?

Follow Us

যে কোনও কিছু অজানা জিনিস জানতেই প্রথমে যেটা মাথায় আসে, তা হল Google সার্চ। Google আদতে সব জানে। আর তাই দরকারি হোক বা অদরকারি সব, সব তথ্যই দিতে দিতে পারে কয়েক মুহূর্তে। ইন্টারনেট মানুষের দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। প্রতিদিন আপনি কোনও না কোনও কাজের জন্য Google-এ সার্চ করেন। কিন্তু আপনি কি কখনও খেয়াল করেছেন, যে গুগলে কিছু সার্চ করার পর কেন সার্চ আইকনে লক আইকন দেখা যায়? এই বিষয়ে অনেক মানুষই জানেন না। তবে চলুন জেনে নেওয়া যাক কেন থাকে এই চিহ্ন।

আপনি যখন কিছু সার্চ করার জন্য, আপনার ওয়েব ব্রাউজারের Address Bar-এ তাকালে, একটি প্যাডলক বা লক আইকন দেখতে পাবেন। এর অর্থ হল আপনি যে ওয়েবসাইট অ্যাক্সেস করছেন, তা HTTPS (হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর) কি না। অর্থাৎ এই ওয়েবসাইট আপনার ফোনের ডেটা নিরাপদে রাখছে কি না তা জানতে পারবেন। HTTPS হল একটি প্রোটোকল, যা আপনার ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভারের মধ্যে থাকা ডেটা এনক্রিপ্ট করে।

বেশিরভাগ ক্ষেত্রেই আপনি লক চিহ্নটি দেখতে পাবেন:

Google সার্চ বারে যখনই কিছু সার্চ করবেন, তখনই আপনি এই লক আইকনটি দেখতে পাবেন। তার একটি বিশেষ কারণ হল আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করছেন, সেটি নিরাপদ। অর্থাৎ আপনার ফোনের কোনও ডেটা অ্যাপটি চুরি করতে পারবে না। এটি আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করে। তাই অধিকাংশ ক্ষেত্রেই আপনি এই লক চিহ্নটি দেখতে পাবেন। আপনি খেয়াল করে দেখতে পাবেন, HTTPS ব্যবহার করা ওয়েবসাইটগুলিতেই লক চিহ্নটি থাকে। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটগুলিতে সার্টিফিকেট অথরিটি দ্বারা জারি করা SSL/TLS শংসাপত্র রয়েছে, যাতে এটি প্রমানিত হয় যে, আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করছেন সেটি বৈধ।

Next Article